নাজমীন চৌধুরী
আমি গাইব, আকাশ ও বাতাসের কোলে -
পাখীও ধরিবে তাল তাহা' স্বরে।
- তুমি?
আমি? বাঁধিবো চুল।
আলতা মাখা পায়ে দেব পারী, সুদূরে -
দুলিবো ঘর বাঁধা স্রোতে।
চুড়ির নিক্কন, রান্না ও বাড়ন্ত শিশু,
ছলা-কলা হীন পূজ-অর্চনা
অনেক ভালো বেসে।
ফুটিবে পাতা ও ফুল।
নাচিবে শালিক সেথা' দীঘির দু’পারে।
র’বে বন্ধুরা যে যার মত
প্রশান্ত পথে –
জ্যোৎস্না মাখা রাতে, বৃষ্টি ভেজা মাঠে।
কুড়া'বো কত জ্ঞ্যানী শিশু পথে।
দেবো না কাঁদিতে সে’জনা ও তাহারে।
যখন সে আর সাধিবে না তত্ত্ব,
মাঙ্গিবেনা ক্ষমা মলিন শিখা তরে।
ঠিক তখনই-
মোর ফেরা হবে তব দোরে।
পাখীও ধরিবে তাল তাহা' স্বরে।
- তুমি?
আমি? বাঁধিবো চুল।
আলতা মাখা পায়ে দেব পারী, সুদূরে -
দুলিবো ঘর বাঁধা স্রোতে।
চুড়ির নিক্কন, রান্না ও বাড়ন্ত শিশু,
ছলা-কলা হীন পূজ-অর্চনা
অনেক ভালো বেসে।
ফুটিবে পাতা ও ফুল।
নাচিবে শালিক সেথা' দীঘির দু’পারে।
র’বে বন্ধুরা যে যার মত
প্রশান্ত পথে –
জ্যোৎস্না মাখা রাতে, বৃষ্টি ভেজা মাঠে।
কুড়া'বো কত জ্ঞ্যানী শিশু পথে।
দেবো না কাঁদিতে সে’জনা ও তাহারে।
যখন সে আর সাধিবে না তত্ত্ব,
মাঙ্গিবেনা ক্ষমা মলিন শিখা তরে।
ঠিক তখনই-
মোর ফেরা হবে তব দোরে।
২০১৪ জুলাই ৩০
ক্যানাডা
Lilac Leaves ♥♪♥ Geranium :: Composition: SNC
Photo Credit: SAI, VCV
No comments:
Post a Comment