নাজমীন চৌধুরী
২০১৪ অগাস্ট ০৩
ক্যানাডা
August 3, 2014 at 5:22pm
দীপ ও অর্ক দুই ভাই। ওদের সখ্যতা গলায় গলায়। পোঁচানব্বই ভাগ সময়!
(বনফুলের নিমাই ও বলাই দের মত। তবে লটারি জেতে নাই কেউ এখনো)
ওদের শৈশব -
তিন বন্ধু একসাথে। শুধু দুটো চকোলেট সবার জন্যে। সমাধান?
দঃ নিজেকে প্রথমটা। বাকীটা অন্য দুজনের, ভাগে অর্ধেক।
অঃ নিজেকে সান্ত্বনা, ওগুলো বন্ধুদের খুব পছন্দের চকোলেট! দুই বন্ধু = দুটো চকোলেট।
কিশোর বেলা -
পছন্দের বই (অনেক। কয়েকটা নীচে দেয়া)
দঃ জেরনিমো স্টিলটন, হ্যারিপটার সিরিজ ---
অঃ গ্রীক মিথলোজি, হাঙ্গার গ্যেম সিরিজ ---
হাই স্কুল, প্রথম বর্ষ -
বিষয়ঃ রোমিও এন্ড জুলিয়েট
দঃ সারমর্ম জানতে গুগল সার্চ। এই সাহিত্যের যে কোন প্রশ্নের উত্তর দেবার প্রস্তুতি।
অঃ বই মায়ের হাতে ধরিয়ে দিয়ে, “যে কোন কোটেশন ও প্রস্ন করো ত! দেখি, আমি রেডি কি না”।
খেলার খবর –
খেলা-পাগল
দঃ বাস্কেট বলে হাত ভাঙ্গা
অঃ ডজ বলে দাঁত ভাঙ্গা
লঙ টার্ম গোল -
দঃ অনেক ধনী হবার
অঃ হারিয়ে যাওয়া কিশরগুলকে পথে আনার
সময় দৌড়াচ্ছে, খুব দ্রুত। দীপ একুশ আর অর্ক পনর, এমাসে। ওদের জন্য শুভকামনা, অনন্তকালের!
(বনফুলের নিমাই ও বলাই দের মত। তবে লটারি জেতে নাই কেউ এখনো)
ওদের শৈশব -
তিন বন্ধু একসাথে। শুধু দুটো চকোলেট সবার জন্যে। সমাধান?
দঃ নিজেকে প্রথমটা। বাকীটা অন্য দুজনের, ভাগে অর্ধেক।
অঃ নিজেকে সান্ত্বনা, ওগুলো বন্ধুদের খুব পছন্দের চকোলেট! দুই বন্ধু = দুটো চকোলেট।
কিশোর বেলা -
পছন্দের বই (অনেক। কয়েকটা নীচে দেয়া)
দঃ জেরনিমো স্টিলটন, হ্যারিপটার সিরিজ ---
অঃ গ্রীক মিথলোজি, হাঙ্গার গ্যেম সিরিজ ---
হাই স্কুল, প্রথম বর্ষ -
বিষয়ঃ রোমিও এন্ড জুলিয়েট
দঃ সারমর্ম জানতে গুগল সার্চ। এই সাহিত্যের যে কোন প্রশ্নের উত্তর দেবার প্রস্তুতি।
অঃ বই মায়ের হাতে ধরিয়ে দিয়ে, “যে কোন কোটেশন ও প্রস্ন করো ত! দেখি, আমি রেডি কি না”।
খেলার খবর –
খেলা-পাগল
দঃ বাস্কেট বলে হাত ভাঙ্গা
অঃ ডজ বলে দাঁত ভাঙ্গা
লঙ টার্ম গোল -
দঃ অনেক ধনী হবার
অঃ হারিয়ে যাওয়া কিশরগুলকে পথে আনার
সময় দৌড়াচ্ছে, খুব দ্রুত। দীপ একুশ আর অর্ক পনর, এমাসে। ওদের জন্য শুভকামনা, অনন্তকালের!
২০১৪ অগাস্ট ০৩
ক্যানাডা
Lilac Leaves ♥♪♥ Geranium :: Composition: SNC
Photo Credit: SAI, VCV
No comments:
Post a Comment