Sunday 20 July 2014

কি করে খাবিনি ♥♪♥

[উত্সর্গ: প্রীতিলতা]

অনিমেষ বিয়ে করেছে। তার বাড়িতে নোতুন বউ। এই নোতুন বউ দেখার জন্য অনেক পড়শীর ভীড় আজ এই বাড়িতে। একই সঙ্গে চলছে নানা-রকমের রান্নার আয়োজন। বাড়ির উঠানে চলছে নানা-রকমের প্রস্তুতি। এককোনে অনিমেষ সহ কয়েকজন নারিকেল ছুলছে। নোতুন বউও চেষ্টা করে দেখতে চায় - সেও নারিকেল ছুলতে পারে কিনা। সেই প্রচেষ্টা পর্যবেক্ষণ করে অতি কৌতুহলী এক প্রতিবেশী প্রচন্ড হতাশ ও ভীষণ চিন্তিত! সে সহজ-সরলভাবে বলেই ফেললো, "একটা নারিকেল ছুলতি পারে না, ও কি করে খাবিনি; ও কি করে সংসার চালাবিনি!"

পড়শীরা জানে না অনিমেষ পরিবার অচিরেই পাড়ি জমাবে দূর-পরবাসে। যেখানে নারিকেল ছুলে খেতে হয় না। সেখানে ছোলা/কোরা নারিকেল কিনতে পাওয়া যায়। আমরা সবাই আমাদের অঙ্গনে ভাবতে ভালবাসি। নোতুন বউ-এর যে দক্ষতার দরকার নেই তা নিয়ে আজ এবাড়িতে একটুখানি বাহারি বিড়ম্বনা নিয়ে বিহব্বল পারদর্শী পড়শীরা।

♥♪♥
শফিউল ইসলাম
কেমব্রিজ, ওন্টারিও, ক্যানাডা
রচনাকাল: ২০১৪ জুলাই ১৯
প্রকাশকাল: ২০১৪ জুলাই ২০


ফটো: সুচিত্রা সেন 
অন্তর্জাল 
২০১৪ জুলাই ১৯

সৌজন্যে:
Life2Love
ShafSymphony
Vision Creates Value 

No comments:

Post a Comment