Thursday, 24 July 2014

ভাবনার অবসরে

নাজমীন চৌধুরী

ঠিক আছে, আজ তোর ছুটি। তো কি কারনে ছুটি নিলি, কোন বিশেষ কারণ? “না, দিদিভাই তেমন কিছু না, এই ” গাড়ী-চালকের মুখের কথা কেড়ে নিল বাগানের মালি, “আমার কথাও ভাবেন একটু, আমিও ছুটি চাই”। যা যা, তুইও যা; তবে কাল ওদের দিকে খেয়াল রাখিস, কদিন ধরে একদম বৃষ্টি নাই কি না। 
দক্ষিনের বারান্দা থেকে বিদায় নিল অনীমা। একটু শান্তি করে বসার উপায়ও নেই। এদিকে তুর্য সূর্য আর ওদিকে আবদারের চাহিদা! ঘরে ঢুকতেই রাধুনির কপট আচরণ, “শুনলাম, ওগোরে না চাইতেই ছুটি মঞ্জুর করছেন। আমরা কি দোষ কইরেছি?” দোষ কেউ করে নি, তুইও না। কালকে ফিরিস কিন্তু! 
একচিলতে বাগানে বসে ভাবছিল ও। একা। এমন যদি হত! আমারও ছুটি। 
যাহ্‌, এসব কি ভাবছি? পাশের বাড়ীর কুকুরের উচ্চস্বরে চমকে উঠে অনিমা। বেলা হল যে!

২০১৪ জুলাই ২৪
ক্যানাডা

Lilac Leaves ♥♪♥ Geranium :: Composition: SNC
Photo Credit: SAI, VCV

No comments:

Post a Comment