Sunday 27 July 2014

বকুল ফুল

নাজমীন চৌধুরী

হাসছিস কেন?
দুঃখে!
বালাই-ষাট! কিসের দুঃখ?
সাত পাঁচ মিলে অনেক দুঃখ!
পাগল একটা। কষ্ট কষ্ট খেলা!
বল আমাকে - 
শুনবে?
রুপমা নোতুন তিনটি পোশাক নিয়ে বিভ্রান্ত।
তোর কি তাতে?
আছে। আছে বই কি!
পছন্দের চতুর্থ পোশাকটায় তাকে বেশী ভালো দেখাতো যে -
হতভাগা। বন্ধ হোয়ে গেছে দোকান–পাট।
খুশীতে হাসছিস! দুঃখে নয়।
আমি হাসি বা কাঁদি, তোমার কি?
না কিছু নেই, এমনিতেই –
শোনো তাহলে, বলিঃ
শুধু ছোট ভাই দুটো নতুন জামা পেয়েছে,
মায়ার আপত্তি নেই তাতে; সেমাই ফিরনী খাবে।
সেই কিশোরটির কথা আছে মনে? বকুল ফুল কিনেছি যার কাছে? ওর মাও ভালো ভালো রান্না করছে আজ। আলীশন ঘরে।
ওকে উৎসবে নিয়ে যাবে কে, বাবা? উঁহু। সে এক গোপন কথা!
হুম, অনর্থক ভাবনায় তোর মাথাটাই গেল গোল্লায়।
যার যার তার তার। জীবন এগুচছে।
চেয়ে দেখ, ভাল আছে সব্বাই।
প্রতিবেশী রুপমা, মায়া ও ফুল-কিশরকে শুভেচ্ছা!
চল, আমরাও ভাগাভাগী করি আনন্দ ভালোবাসা -
হেসে কেঁদে।

সবাইকে ঈদ মুবারক 

(ছবি সংগ্রহঃ ইনটারনেট)

Photo: হাসছিস কেন?       
দুঃখে! 
বালাই-ষাট! কিসের দুঃখ? 
সাত পাঁচ মিলে অনেক দুঃখ! 
পাগল একটা। কষ্ট কষ্ট খেলা!
বল আমাকে -  
শুনবে? 
রুপমা নোতুন তিনটি পোশাক নিয়ে বিভ্রান্ত। 
তোর কি তাতে? 
আছে। আছে বই কি! 
পছন্দের চতুর্থ পোশাকটায় তাকে বেশী ভালো দেখাতো যে - 
হতভাগা। বন্ধ হোয়ে গেছে দোকান–পাট।
খুশীতে হাসছিস! দুঃখে নয়। 
আমি হাসি বা কাঁদি, তোমার কি?
না কিছু নেই, এমনিতেই – 
শোনো  তাহলে, বলিঃ 
শুধু ছোট ভাই দুটো নতুন জামা পেয়েছে, 
মায়ার আপত্তি নেই তাতে; সেমাই ফিরনী খাবে। 
সেই কিশোরটির কথা আছে মনে? বকুল ফুল কিনেছি যার কাছে?                                         ওর মাও ভালো ভালো রান্না করছে আজ। আলীশন ঘরে। 
ওকে উৎসবে নিয়ে যাবে কে, বাবা? উঁহু। সে এক গোপন কথা! 
হুম, অনর্থক ভাবনায় তোর মাথাটাই গেল গোল্লায়। 
যার যার তার তার। জীবন এগুচছে। 
চেয়ে দেখ, ভাল আছে সব্বাই। 
প্রতিবেশী রুপমা, মায়া ও ফুল-কিশরকে শুভেচ্ছা! 
চল, আমরাও ভাগাভাগী করি আনন্দ ভালোবাসা - 
হেসে কেঁদে।

সবাইকে ঈদ মুবারক :)

(ছবি সংগ্রহঃ ইনটারনেট)

২০১৪ জুলাই ২৭
ক্যানাডা

No comments:

Post a Comment