Friday, 27 June 2014

কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া ♥♪♥




মানসী অনন্যা
Photo: Courtesy Facebook :: 2014 June 24

কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া / Kotobar bhebechinu apona bhuliya by মানসী অনন্যা

    


Published on Jun 24, 2014
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া / Kotobar bhebechinu apona bhuliya by মানসী অনন্যা .
  • Category

  • License

    Standard YouTube License

Stream


Excellent ♥♪♥
Translate
Reply
 · 

darun
Translate
Reply
 · 

Gr8
Translate
Reply
 · 

spell-bound.........!!!
Translate
Reply
 · 

wow
Translate
Reply
 · 

ভেবেছিনু মনে মনে...almost divine :)
Translate

wow ! pretty nice voice.
Translate
Reply
 · 

Wednesday, 25 June 2014

শাশ্বতী ♥♪♥ সুধীন্দ্রনাথ দত্ত




 'শাশ্বতী 
সুধীন্দ্রনাথ দত্ত


শ্রান্ত বরষা, অবেলার অবসরে
প্রাঙ্গনে মেলে দিয়েছে শ্যামল কায়া
স্বর্ন সুযোগ লুকোচুরি-খেলা করে 
গগণে গগণে পলাতক আলো-ছায়া।
আগত শরৎ অগোচর প্রতিবেশে;
হানে মৃদঙ্গ বাতাসে প্রতিধ্বনি;
মূক প্রতীক্ষা সমাপ্ত অবশেষে,
মাঠে, ঘাটে, বাটে আরব্ধ আগমনী।
কুহেলীকলুষ, দীর্ঘ দিনের সীমা
এখনই হারাবে কৌমুদীজাগরে যে;
বিরহ বিজন ধৈর্যের ধূসরিমা
রঞ্জিত হবে দলিত শেফালীশেজে।
মিলনোৎসবে সেও তো পড়েনি বাকী;
নবান্নে তার আসন রয়েছে পাতা
পশ্চাতে চায় আমারই উদাস আঁখি;
একবেণী হিয়া ছাড়ে না মলিন কাঁথা।।

একদা এমনই বাদলশেষের রাতে-
মনে হয় যেন শত জনমের আগে -
সে এসে, সহসা হাত রেখেছিল হাতে,
চেয়েছিল মুখে সহজিয়া অনুরাগে।
সে-দিনও এমনই ফসলবিলাসী হাওয়া
মেতেছিল তার চিকুরের পাকা ধানে;
অনাদি যুগের যত চাওয়া, যত পাওয়া
খুঁজেছিল তার আনত দিঠির মানে।
একটি কথার দ্বিধাথরথর চূড়ে
ভর করেছিল সাতটি অমরাবতী;
একটি নিমেষ দাঁড়ালো সরণী জুড়ে,
থামিল কালের চিরচঞ্চল গতি;
একটি পণের অতি প্রগল্ভতা
মর্ত্যে আনিল ধ্রুবতারকারে ধ'রে;

একটি স্মৃতির মানুষী দুর্বলতা
প্রলয়ের পথে ছেড়ে দিল অকাতরে।।
সন্ধিলগ্ন ফিরেছে সগৌরবে:
অধরা আবার ডাকে সুধাসংকেতে;
মদমুকুলিত তারই দেহ সৌরভে
অনামা কুসুম অজানায় ওঠে মেতে।
ভরা নদী তার আবেগের প্রতিনিধি,
অবাধ সাগরে উধাও অগাধ থেকে;
অমল আকাশে মুকুরিত তার হৃদি;
স্বাতি মনিময় তারই প্রত্যভিষেকে।
স্বপ্নালু নিশা নীল তার আঁখি-সম;
সে-রোমরাজি কোমলাতা ঘাঁসে ঘাঁসে;
পুনরাবৃত্ত রসনায় প্রিয়তম;
কিন্তু সে আজ আর কারে ভালোবাসে।
স্মৃতি-পিপিলিকা তাই পুঞ্জিত করে
আমার রন্ধ্রে মৃত মাধুরীর কণা;
সে ভুলে ভুলুক, কোটি মন্বন্তরে
আমি ভুলিব না, আমি কভু ভুলিব না।'


Sudhindranath Dutta ♥♪♥ সুধীন্দ্রনাথ দত্ত
1901 Oct 30 - 1960 Jun 25

Sunday, 22 June 2014

দেশ-প্রদেশের কল্পকথা ♥♪♥

[উত্সর্গ: কৌতুক-শিল্প জগতের ধ্রুব-তারা চার্লি চ্যাপলিন-কে]

রম্য-রচনা ও কৌতুক আমার বেশ প্রিয়। অজানা-কে জানার আনন্দে বই পড়ি। দেশ-প্রদেশ পরিভ্রমন করতে নোতুন নোতুন বই খুঁজি। সেসূত্রে নীলক্ষেতে বইয়ের দোকানগুলাতে আমাদের অনাবিল আনাগোনা ছিল। একদিন এক দোকানদার কাগজে মোড়ানো এক প্যাকেট ধরিয়ে দিয়ে বললেন, - 'এটা আপনার জন্য।'

শচীন ভৌমিকের কৌতুকের বই: 'ফর এডাল্টস অনলি'। আমি যেন বিব্রত না হই তাই ওই কাগজে মোড়ানো। কোলকাতা থেকে প্রকাশিত। তাই মূল্য আড়াই গুণ। যাই হোক, বইটি পড়ে মনে হয়েছে শচীন ভৌমিকের পর্যবেক্ষণ ও পর্যালোচনার শৈল্পিক ছোঁয়ায়  অনুগল্পগুলো এক ভিন্ন-মাত্রা পেয়েছে। বইটি পড়েছি আশির দশকে। এখনো আমার তিনটে গল্প মনে আছে।

শুনুন তাহলে এক মজার গল্প।
':--- মানুষের শরীরের বিভিন্ন অংশকে 'দেশ' বলা হয়। যেমন, বক্ষ-দেশ, কোটি-দেশ, সম্মুখ-দেশ, পৃষ্ঠ-দেশ, পশ্চাত-দেশ, ... বলা হয়। আচ্ছা শচীন'দা, খেয়াল করে দেখেছেন - একটা অংশকে 'প্রদেশ' বলা হচ্ছে: নিতম্ব-প্রদেশ। কেন?'
':--- শচীন'দার সাদা-সিধে উত্তর। ইহা দুই-ভাগে বিভক্ত বলিয়া ...!'

প্রিয় পাঠক, একটানা-একঘেয়ে কোনো কিছু থেকে নিস্কৃতি পেতে, মস্তিস্ককে চাঙ্গা করতে মাঝে মাঝে অল্প-স্বল্প কৌতুক কিম্বা সঙ্গীত উপভোগ করুন। এতে করে পুরনো চিন্তা-ধারার চক্র থেকে বের হয়ে নোতুন আঙ্গিকে ভাববার সুযোগ পাবেন। এই স্বল্প-বিরতি অনেক সময় কঠিন কোনো সমস্যা সমাধানে সহজেই ভিন্ন-ধারার চিন্তা-চেতনার সমাবেশ ঘটাতে সহায়ক হবে।  

♥♪♥
শফিউল ইসলাম
কেমব্রিজ, ওন্টারিও, ক্যানাডা
২০১৪ জুন ২২

সৌজন্যে:
Life2Love
ShafSymphony
Vision Creates Value

1000 Islands ♥♪♥ Kingston, Canada ♥♪♥ 2009 August

সুমনের গানঃ কেমন আছো ♥♪♥





সুমনের গানঃ কেমন আছো (Kemon Achho) - ফারহানা শান্তা

    


Published on Jun 22, 2014
এ যুগের ব্যতিক্রমধর্মী এক সঙ্গীতজ্ঞ গীতিকার, সুরকার, কন্ঠশিল্পী সহ আরো অনেক গুনের অধিকারী, আমাদের প্রজন্মের সবচেয়ে প্রিয় শিল্পী কবির সুমন (সুমন চ্যাটার্জী)এর গানটিতে কন্ঠ দিয়েছেন আমাদের আরেক প্রিয় কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন । গত ২০১৪/০৬/২১ তারিখে টরন্টো'র সুমন-ভক্ত-অনুরাগীরা আয়োজন করেছিল এক সুমন সন্ধ্যা । সেখানে প্রায় ২৫জন কন্ঠশিল্পী ও বাচিক শিল্পী সুমনের বিভিন্ন গান গেয়েছেন বা আবৃত্তি করেছেন । সেই শিল্পীদের মধ্যে একজন ফারহানা শান্তা গেয়েছিল সুমনের লেখা ও সাবিনা ইয়াস্মীনের গাওয়া সেই বিখ্যাত গান "কেমন আছো"।