Friday 30 January 2015

Dr Mizan Rahman Memoirs Thread ♥♪♥


Thanks a lot ManishaDi!  I can only endorse your words.  To me, He was a Man beyond boundaries.  In these world wide gloomy days, we greatly needed a courageous free thinker and prolific writer like Him for many more years among us.  As the frontier now expands, the loss of a 'torch bearer' will be greatly felt by all of us.  I feel fortunate to be on his mailing list.  My humble salute Dr. Mizan Rahman!

Amjad Hossain

On Sun, Jan 11, 2015 at 6:19 PM, Manisha Roy <manisharoy@comcast.net> wrote:

I join you Reepi and all of Mizan’s friends and fans to show my heart-felt sorrow in losing him. We all know what a unique human being and writer he was! Not everyday one encounters a man like Mizan who not only was a free thinker, but his observations and conclusions were based on sensible and rational foundations. Yet he never lost sight of the humane aspect of a situation. A man free of usual prejudices Mizan was open to listen to any opinion of any background, even when he disagreed with them. He was a man of modern time in the truest meaning of the term. For a man of small stature he thought big and never tired of writing essays which might help his country Bangladesh. Sometimes he appeared harsh in his criticism of the political and social trends, but his pen was relentlessly active because his heart was in the right place. He never lost faith in the rising youth and their good senses. With all his polemics he never stopped being optimistic about future. We – his friends and fans—should not forget that.

Mizan, I shall always remember you. I shall miss our occasional phone calls when we could discuss anything under the sun without reservations. I lost a good friend.

Manisha Roy  
Manisha Roy 

Email Communications
2015 Jan 11
2015 Jan 30

Appendix A: Technical Communication

স্মৃতিতে ও কৃতিতে ড. মীজান রহমান

টিটো খন্দকার  

জীবনের ভিন্ন ভিন্ন ধাপে তিনি নতুন নতুন প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ছোট বেলায় তিনি কবিতা লিখতেন। অসাধারণ মেধা এবং কঠোর অধ্যবসায়ের সম্মিলন ঘটিয়ে কেরানী বাবার নিম্ন আয়ের অভাবের সংসারে বড় হয়েও তিনি নিরবচ্ছিন্ন ভাবে তার প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন ছাত্রত্বের প্রতিটি ধাপে।

ঢাকার ফৌজদারি কোর্টের সৎ এবং গরীব কেরানী বাবা মোহাম্মদ আলীর বড় ছেলে মীজান রহমান।পুরান ঢাকার কলতাবাজারের ছোট্র কুঠরিতে বেড়ে উঠেছিলেন। তার ভাষায়, “সেখানে বড় বড় দেয়াল ছিল। সূর্য উঠত কি উঠত না বোঝাই যেত না।দেয়ালগুলো শেওলায় ঢাকা থাকত। দেয়াল ফুঁড়ে বটের চারা গজাত। সেখানে ছিল বিরাট ছাদ। রাস্তায় বেরুনোর সঙ্গে সঙ্গে দেখতে পেতাম খোলা পায়খানা থেকে গামলা ভেঙে মল বেরিয়ে আসছে। সেই দুর্গন্ধ ঢাকতে নাকেমুখে কাপড় গুঁজে দৌড় দিতাম সেখান থেকে। আমার বোনেরা যে কিভাবে এই পরিবেশে স্কুলে যেত, কিভাবে মানুষ হয়েছে তা এক নিদারুণ অভিজ্ঞতা!”

মীজান রহমানরা ছিলেন নয় ভাইবোন। অভাবের সংসারে পাঠশালায় যাওয়ার সুযোগ তার হয়নি। মায়ের কাছেই লেখাপড়ার হাতেখড়ি। মায়ের কথা বলতে গিয়ে একটি সাক্ষাতকারে তিনি বললেন “She was like a shadow, lived like a shadow, died like a shadow. ‘মা’ এমন একটা সম্পর্ক, যতদিন ‘মা’ জীবিত থাকে ততদিন তাকে আমরা লক্ষ্যই করি না। তাকে বুঝতে চাই না। তার ভেতরে যে কষ্ট আছে তা ভাবি না। যখন নিজেদের কষ্ট মোচন করার কথা ভাবি, তখনই মায়ের কাছে যাই। মা আমাদের কষ্টের ওপর মলম মেখে দেয় তার কথা দিয়ে, স্নেহ দিয়ে। কখনই আমরা ভাবি না তিনি শুধু মা’ই নন, তিনি একজন নারী। আমাদের সবচাইতে বড় দুর্বলতা বা ফাঁক হলো এখানেই। আমরা মায়ের বাইরেরটাই দেখি, কিন্তু তার ভেতরের খবর একেবারেই রাখি না। আমার ‘মা’ হচ্ছেন তেমনই একজন মানুষ।

তার বাবার স্মৃতিচারণ করতে যেয়ে বলেছেন, “বাবা ছিলেন স্বল্প বেতনের চাকুরে। কেরানি। বাবার একটা ত্রুটি ছিল। উনি ছিলেন একজন সৎ কেরানি। সৎ কেরানি হলে তার পরিবারের যে কি দুর্গতি হয় সেটা আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি। ঐ যে হাড়ে হাড়ে টের পাওয়া, জীবন আমি সেটাকেই বলি ‘অভাবের সিন্ধুক’। সেই অভাব থেকেই আমাদের স্বপ্নের জন্ম। আমাদের জীবনে যতকিছু প্রেরণা, তাড়না, বাসনা, আকাক্সক্ষার যে প্রচণ্ড স্ফূর্তি সবকিছুর মূলেই হলো সেই ‘অভাব।’ সেই অভাবের মধ্যে আমরা নয় ভাইবোন একসঙ্গে থেকে নিজেদের মধ্যে জড়াজড়ি করে, শেয়ার করে বড় হয়েছি। একই বিছানায় হয়ত চারজন করে থাকতাম, একটা টেবিলে প্রায় পাঁচজন একত্রে বসে একটা হারিকেনের আলোতে পড়তাম। এভাবে কষ্ট করে করে আমরা মানুষ হয়েছি।”

স্কুল জীবনের কথা বললেন, “কলতাবাজারের মুসলিম হাইস্কুলে পড়েছি। আমরা সব ভাই ঐ একই স্কুলে পড়েছি।মুসলিম হাইস্কুলে যাবার দুটি কারণ ছিল। প্রথমত এটা বাসার একেবারে কাছাকাছি। হেঁটে যাওয়া যায়। দ্বিতীয়ত এটা ছিল মুসলিম হাইস্কুল। বাবা, সনাতন সেই কালের মানুষ। সেই কালে হিন্দু মুসলমানের মধ্যে একটা সামাজিক টেনশন ছিল। সুতরাং সে সময় মুসলমানরা মুসলমানদের জায়গায়, হিন্দুরা হিন্দুদের জায়গায় যেত। এটিই ছিল আমাদের রেওয়াজ। Two nations, two solitudes.”

মুসলিম হাই স্কুলে থাকতে দুটো বৃত্তি পেতেন, একটা ছিলো স্কলারশিপ আরেকটা পুওর ফান্ডের বৃত্তি। এই  মুসলিম হাইস্কুল থেকেই এসএসসি পাস করলেন ১৯৪৮ সালে। বাবা অসুস্থ ছিলেন, হার্ট প্রোব্লেম, প্রচন্ড অভাবের সংসা্‌র, চিকিৎসার ব্যবস্থা আর সেবা শুশ্রূষা করতে যেয়ে তার মধ্যে মানসিক শৃঙ্খলার অভাব দেখা দিয়েছিলো,  ঠিকমতো প্রস্তুতি নিতে পারেননি, তাই মেধা তালিকায় ১২তম স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে।

এস এস সি পাশ করার পর আর্থিক  অস্বচ্ছলতার কারণে বাড়ির পাশের জগন্নাথ কলেজেই যেতে হলো তাকে, বাস বা রিক্সা ভারা দিতে পারতেন না বলে ঢাকা কলেজে ভর্তি হতে পারলেন না তিনি। একটা সাইকেল কিনে দেবার পয়সাও ছিলো না তখন তার বাবার।

স্কুল জীবন থেকেই ভাষা চর্চা করতেন। বাঙলা এবং ইংরেজি দুটো ভাষাতেই ভাল দখল ছিলো তাঁর। ইংরেজী ভাষাকে সাধারণ মুসলমান ছাত্রদের মত শত্রুর ভাষা বলে উপেক্ষা করেননি কখনো। “অনেকে ভুল করে যে, ইংরেজি একটা সাম্রাজ্যবাদী ভাষা। এটা ঠিক না। সেটা তখন হিন্দুরা বুঝেছিল কিন্তু মুসলমানরা বোঝে নাই। অবশ্য দুঃখের বিষয় আমরা এখনও ভালো করে সেটা বুঝি না।”

জগন্নাথ কলেজে সায়েন্স নিয়েছিলেন, হয়তো বাবার ইচ্ছায়। কিন্তু তার মধ্যে একসময় একটা রিয়ালাইজেশন এসেছিলো। তিনি ভাবলেন তার সাহিত্য পড়া উচিৎ ছিলো। শেষ জীবনে এসেও কিন্তু আক্ষেপ করে বলতেন, “আমি যদি বিদেশে জন্মগ্রহণ করতাম সম্ভবত আমি ম্যাথমেটিশিয়ান হতাম না। I am a very poor mathematician. I think I could be a better writer.”

“জগন্নাথ কলেজে আমার তখন ১৬/১৭ বছর বয়স। টিনএজার। কলেজে যেয়ে আড্ডা মারতে, সিগারেট খেতে শুরু করি। সাহিত্য করতে শুরু করি। নারীদের প্রতি আকর্ষণ শুরু হয়ে যায়। ফলে, পড়াশোনা গেল রসাতলে। বাবার সঙ্গে স্নায়ুযুদ্ধ শুরু হয়ে গেল”। এসব কারণ অনেক মেধাবী ছাত্র হবার পড়েও কিন্তু ১৯৫০ সালে সাধারণ একটা প্রথম বিভাগ নিয়ে এইচ এস সি পাশ করলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভরতি হলেন ফিজিক্স অনার্স কোর্সে, সিদ্ধান্ত নিলেন, “এখন থেকে আমি বদলে যাব। I want to challenge myself.” সে সময় খুব মেধাবী ছাত্ররাই ফিজিক্সে পড়তে আসতো। বিজ্ঞানের ক্রমবিকাশ, বিশেষ করে আণবিক বিজ্ঞান ও পারমানবিক বোমা আবিস্কার এবং আমেরিকা কর্তৃক ১৯৪৫ সালে তার সফল ব্যবহার  দেশে দেশে ভাল ছাত্রদেরকে তখন ফিজিক্‌স এর ব্যপারে অধিক মাত্রায় আগ্রহী করে তোলে। 

এক পর্যায়ে নিজেকে চ্যালেঞ্জ করার নেশা তাঁকে এমন ভাবেই পেয়ে বসলো যে তিনি এক দূঃসাহসী সিদ্ধান্ত নিয়ে ফেললেন। ম্যাথমেটিক্স ও ফিজিক্সে ডাবল অনার্স করবেন ঠিক করলেন। এবং তিনিই ছিলেন  একমাত্র ছাত্র যে ১৯৫৩ সালে ফিজিক্স ও ম্যাথমেটিক্সে ডাবল অনার্স-এ প্রথম শ্রেণীতে প্রথম হন। আজও সে রেকর্ড ঢাকা ইউনিভার্সিটিতে কেউ গড়তে পারেনি শোনা যায়।  

মাস্টার্স করলেন অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে। ১৯৫৪ সালে শেষ করার কথা থাকলেও ভাষা আন্দোলনের কারণে তা গিয়ে ১৯৫৫ সাল পর্যন্ত গড়ালো। আবার প্রথম শ্রেণীতে প্রথম হলেন তিনি। শুধু তাই নয়, অবিশ্বাস্যরকম উচ্চ নাম্বার নিয়ে এবার গোল্ড মেডেলও পেলেন। তখন থেকেই আসলে নিজের ভেতরকার গণিতজ্ঞ সত্বাকে আবিস্কার করতে শুরু করলেন মীজান রহমান। সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়ে লেখাপড়া এবং গবেষনা কাজে সম্পূর্ণ ভাবে মনোনিবেশ করলেন। 

সাহিত্য চর্চা থেকে নিজেকে গুটিয়ে নিলেও, কবি সাহিত্যিকদের সাথে তার মেলামেশা কিন্তু কখনোই বন্ধ হয়নি। এই সার্কেলে তার বন্ধুবান্ধবদের মধ্যে ছিলেন সৈয়দ শামসুল হক, শামসুর রাহমান এবং শহীদ কাদরী। 

বন্ধু ও সহপাঠী ড. হারুন অর রশীদ একদিন এসে খবর দিলেন যে তিনি পাকিস্তান সরকারের মেরিট স্কলারশিপে পড়তে যাছেন বিদেশে। সে সুবাদে চলে গেলেন  ইংল্যান্ডের ক্যামব্রিজে। ক্যামব্রিজ থেকে উচ্চতর ডিগ্রী নিলেন, অনেক ভাল রেজাল্ট করলেন। হার্ভার্ড বিশবিদ্যালয়ে বৃত্তির সম্ভাব্য অফার অগ্রাহ্য করে দেশে ফিরলেন ১৯৫৮ সালে। দুটো কারণে দেশে ফিরেছিলেন, পরিবারের টান আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি কমিটমেন্ট। ফিরে এসে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডি্পারটমেন্টে শিক্ষকতা শুরু করলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকলেন ১৯৬২ সাল পর্যন্ত। ১৯৬১ সালে তিনি বিয়ে করেন। 

১৯৬২ সালে চলে এলেন ক্যানাডার ইউনিভার্সিটি অব নিউ ব্রানসউইক-এ। তিনি পিএইচডির ছাত্র হয়েও সেখানে  লেকচারার হিসেবে পড়ানোর সুযোগ পেয়ে গেলেন ক্যাম্ব্রিজের স্ট্রং রিকমেণ্ডেশনের কারণে। দুটো অফার পাওয়ার কারণেই তিনি স্ত্রীকেও সঙ্গে নিয়ে আসতে পেরেছিলেন। ইউনিভার্সিটি অব নিউ ব্রানসউইকে তিনি ১৯৬৫ সালে পিএইচডি করলেন 'কাইনেটিক থিওরি অব গ্যাসেস অ্যান্ড প্লাজমাজ' বিষয় নিয়ে।

তবে স্ত্রীর গুরুতর শারীরিক অসুস্থতার কারণে আর দেশে ফিরে যেতে পারলেন না মীজান রহমান। এ নিয়ে তাঁর দূঃখের অন্ত ছিলো না। অনেক কস্ট করেছেন ড. মীজান রহমান তাঁর শিক্ষকতার জীবনে এসেও। তার স্ত্রী আগাগোড়াই শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। স্মৃতিচারণ করতে গিয়ে বলেছেন, “ভাবতে পারেন, আমার স্ত্রী হাসপাতালে আমি বিশ্ববিদ্যালয়ে পড়াব। ছেলেদের স্কুলে নিয়ে যেতে হবে, আনতে হবে। তাদের জন্য রান্না করতে হবে। আমার নিজের খাবার রান্না করতে হবে। আমি কি এসব কাজ করার জন্য একজন সুপারম্যান? এক হাতে সব করতে পারব? অথচ ৩০ বছর ধরে আমাকে এসব কাজ করতে হয়েছে।”

১৯৬৫ থেকে ১৯৯৮ পর্যন্ত একটানা ৩৩ বছর কানাডার অটোয়া কার্লটন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় কাটিয়েছেন। সেখানে তিনি অ্যাসিসট্যান্ট প্রফেসর হিসেবে শিক্ষক জীবন শুরু করেন। ১৯৬৮-এ অ্যাসোসিয়েট প্রফেসর, তারপরে ১৯৭৮-এ এসে ফুল প্রফেসর হন। ১৯৮৬ সালে কার্লটন বিশ্ববিদ্যালয়ের সেরা শিক্ষক পদকে ভূষিত হন তিনি। সেখানে তিনি Distinguished Research Professor হিসেবেও  স্বীকৃতি পেয়েছিলেন। শিক্ষকতা এবং গবেষনায় তাঁর বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ ১৯৯৮ সালে তাঁকে কার্লটন বিশ্ববিদ্যালয় ‘এমিরিটাস প্রফেসর’ হিসেবে স্বীকৃতি দেয়। কাগজে কলমে অবসর নিয়েছিলেন বটে, কিন্তু কাজ তাঁর কখনো থেমে থাকেনি। সম্মানিত এমেরিটাস প্রফেসর হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত নিয়মিত কার্লটন বিশ্ববিদ্যালয়ে যেতেন। আন্তর্জাতিক গণিত সম্মেলনগুলোতে অংশগ্রহণ করতেন। গণিতের বিখ্যাত জার্নালগুলোতে  প্রকাশিত হয়েছে তাঁর অসংখ্য গবেষণাপত্র। ড. মীজান বার্কলে ইউনিভার্সিটির নামকরা প্রফেসর আলবার্তো গ্রুনবাম, ইউনিভার্সিটি অব লন্ডনের বেডফোর্ড কলেজের প্রফেসর মাইকেল হোর এবং নেদারল্যাণ্ডের গণিতবিদ এরিখ কোয়েলিংক প্রমুখের সঙ্গে গণিত নিয়ে বিস্তর গবেষণা করেছেন। বলতে গেলে সারাটা জীবন তিনি এই অধরা শাস্ত্রের জটিল গ্রন্থিসমূহ উন্মোচনে নিরলস সাধনা করে গেছেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবন থেকে শুরু করে  জীবনের অধিকাংশ সময়ই ব্যয় করেছেন গণিত শাস্ত্র অধ্যয়নে। আমাদের অধিকাংশের কাছেই গনিত একটি রসখসহীন দুর্বোধ্য বিষয়। মীজান রহমান কিন্তু বলতেন, সম্পূর্ণ উল্টো কথা। তিনি বিশ্বাস করতেন রিচারড ফাইনম্যানের সেই অমর উক্তিতে, “Not knowing mathematics is a severe limitation in understanding the world. To those who do not know mathematics it is difficult to get across a real feeling as to the beauty, the deepest beauty of nature ... If you want to learn about nature, to appreciate nature, it is necessary to understand the language that she speaks in.”

মিজান রহমান মনে করতেন, ‘গণিত আছে প্রকৃতি ও মানব অভিজ্ঞতার কেন্দ্রে’।আর তাইতো মহাবিশ্বের রহস্য এবং জটিলতাগুলোকে বুঝতে হলে গনিতের জটিল সূত্রগুলো উদ্ধার করতেই হবে আমাদের। প্রখ্যাত সাংবাদিক হাসান ফেরদৌস এর সঙ্গে এক সাক্ষাৎকারে মিজান রহমান বললেন, ‘গণিত আসলে সর্বত্র। নদীর ঢেউ, গাছ ও পাতার বিন্যাস, শব্দতরঙ্গ অথবা মৃত্তিকার স্তরভেদ—এসবের জটিল গ্রন্থিসমূহ উদ্ধার করতে হলে গণিতের নিয়মতান্ত্রিকতা প্রয়োগ করতে হবে।’

মীজান রহমান গণিতজ্ঞ হিসেবে আন্তর্জাতিক ভাবে পরিচিত একটি নাম। এ জগতে যারা পন্ডিত তারা তাকে চিনতেন গণিত শাস্ত্রের শাখা, ‘হাইপারজিওমেট্রিক সিরিজ’ এর ‘মাস্টার’ হিসেবে। এ শাখার আরেক পন্ডিত জর্জ গ্যাসপারের সঙ্গে যৌথভাবে লিখেছেন ‘বেসিক হাইপারজিওমেট্রিক সিরিজ’ নামের একটি বই। বিশ্বখ্যাত গণিতজ্ঞ উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিচার্ড এশকি মিজান রহমান ও জর্জ গ্যাসপারের গ্রন্থের ভূমিকা লিখতে গিয়ে মন্তব্য করেছেন, গণিতের এই শাখায় ‘এটিই শ্রেষ্ঠ বই।’ ১৯৯০ সাল থেকে এই বই পৃথিবীর প্রায় সব বিশ্ববিদ্যালয়ে গণিতের মাস্টার্স কোর্সের ছাত্রদের জন্য অবশ্যপাঠ্য।

কিউ সিরিজ ও অরথোগোনাল পলিনমিয়ালস এর এই শাখা গণিত শাস্ত্রে কোন নতুন কিছু নয়। জার্মান বিজ্ঞানী হাইনরিশ আউগুস্ট রথ ১৮১১ সালে কিউ-বাইয়োনোমিয়াল থিওরেম নামে এই বিষয়ে আলোচনার সুত্রপাত ঘটান। ১৮৪৬ সালে জার্মান গণিতবিদ এডোয়ার্ড হাইন বেসিক হাইপার জিওমেট্রিক সিরিজ বিষয়ে বই রচনা করেন। বিংশ শতাব্দীর দুই বিখ্যাত গণিতজ্ঞ ভারতের রামানুজান ও জার্মানির আইনস্টাইনও একসময়ে এই বিষয়ে গবেষণা করেছেন।

২০০ বছর ধরে গণিতের এই শাখায় গবেষণা ও অধ্যয়নের ক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে, মিজান রহমান ও জর্জ গ্যাসপার তাঁদের লেখা পাঠ্যপুস্তকে তা সহজবোধ্য ভাষায় লিপিবদ্ধ করেছেন।

বেসিক হাইপার জিওমেট্রিক সিরিজের প্রায়োগিক কার্যকারিতা রয়েছে বিজ্ঞানের নানা শাখায়। পদার্থবিজ্ঞানে আলো ও শব্দের তেজ এবং কম্পনাঙ্ক পরিমাপ করতে হলে এপ্রোক্সিমেশন বা উপান্তিক ধারণা দরকার হয়।আর সেই উপান্তিক সিদ্ধান্তে পৌঁছাতে হলে এই জিওমেট্রিক সিরিজের প্রায়োগিক ব্যবহার প্রয়োজন। মহাকাশ গবেষণা থেকে আধুনিক কম্পিউটার প্রযুক্তিতেও এই তাত্ত্বিক সিরিজের ব্যবহার অপরিহার্য।

গণিতজ্ঞ পরিচয়ের পাশাপাশি  তিনি ছিলেন একজন সুসাহিত্যিক। নিজের স্মৃতিচারণ করতে গিয়ে বলেছিলেন যে ক্যানাডায় আসার পরে  সুদীর্ঘ তিরিশ বছরেরও বেশী সময়কাল থেকে তিনি বাংলা ভাষার চর্চা থেকে প্রায় বিচ্ছিন্ন ছিলেন। তারপরও এই নিভৃতচারী লেখক বাংলায় লিখে গেছেন বিস্ময়কর সাহিত্য মানসম্পন্ন বেশকিছু বই। তিনি একজন ধর্মমোহমুক্ত সত্যিকার মুক্তমনা মানুষ. তিনি বলেছেন, “মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিবেচনা হলো, মনের দরজা খোলা রাখা-Keep the mind open.” তিনি ছিলেন  একজন সত্যিকারের ‘স্কেপ্টিক’ বা সংশয়বাদী। তিনি অন্য অনেকের মত ধর্মগ্রন্থ সমূহের বানীগুলোকে তাচ্ছিল্যভরে ছুঁড়ে না ফেলে প্রকৃত অনুসন্ধিৎসু বিজ্ঞানীসুলভ দৃষ্টিভঙ্গি থেকে সেগুলোর বিশ্লেষণ ও সমালোচনা করেছেন। সে কারণেই তিনি বিজ্ঞানীদের মধ্যে যারা সংখ্যালঘু ক্রিয়েশনিস্ট, তাদের মতো করে মহাভারতে কিংবা বাইবেলের বানী বা কোরানের আয়াতের মধ্যে বিগ ব্যাং-এর ব্যাখ্যা খুজে পাবার অপচেষ্টা  কখনো করেননি। বিভিন্ন ওয়েবসাইটে এবং ব্লগে ছড়িয়ে ছিটিয়ে আছে তার লেখা বহু প্রবন্ধ। যেমন,  ‘ইনশাল্লাহ,’  ‘কোথায় স্বাধীনতা,’ ‘হতবুদ্ধি, হতবাক,’ ‘আউট অব্ কন্টেক্সট,’ 'বিকৃতি নয় প্রকৃতি,' 'বাগান থেকে মহাকাশ,' এসব প্রবন্ধে মীজান রহমানের প্রগতিশীল এবং সংশয়বাদী দার্শনিক অভিজ্ঞার সন্ধান পাওয়া যায়।

বিজ্ঞানের মানুষ হয়েও কিন্তু ডঃ মীজান রহমান সংশয়ী ছিলেন প্রযুক্তির নিয়ন্ত্রনহীন অগ্রযাত্রার ব্যাপারে। তিনি ভাবতেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রচ্ছন্ন বিপদ নিয়ে। তিনি ছিলেন স্টিফেন হকিং এর দলে, যিনি মনে করেন মানুষের সমকক্ষ কিংবা তারচেয়েও বেশি বুদ্ধিমত্তার যন্ত্র তৈরির চেষ্টা শেষ পর্যন্ত পুরো মানবজাতিকে অস্তিত্বের সংকটে ফেলতে পারে। 

এবার আমি বাংলা ভাষায় লেখা তাঁর অনবদ্য সৃষ্টি,  ২০১২ সালে তাঁর লেখা ‘শুন্য’ বইটির উপর সংক্ষিপ্ত আলোকপাত করতে চাই। গণিতের সবচাইতে বড় গোলক ধাঁধা  গুলোর একটি হচ্ছে – ‘শূন্য।’  হাজার বছর ধরে অধরা এই শূন্যকে ধরার চেষ্টা শুধু গনিতবিদেরা নন, করেছেন সবাই - ধার্মিকেরা, দার্শনিকেরা, শিল্পীরা। গানিতিক শূন্য আবিস্কার এবং ব্যবহার চলছে যদিও বহু শতাব্দী ধরেই। কিন্তু এই শূন্যের ব্যপারটা আদৌ পুরাতন হতে পারেনি। বর্তমানেও আধুনিক পদার্থবিদ্যা বিশ্বব্রহ্মাণ্ডের  সৃষ্টির রহস্য উদ্ঘাটন নিয়ে যে কাজগুলো করছে সেখানেও এই শূন্যেরই বড্ড বাড়াবাড়ি রকমের উপস্থিতি। স্টিফেন হকিং, স্টিফেন ওয়েনবার্গ, অ্যালেন গুথ, আঁদ্রে লিণ্ডে, আলেকজাণ্ডার ভিলেঙ্কিন, মিচিও কাকু, নীল ডিগ্র্যাস টাইসেন এবং লরেন্স ক্রাউস সহ মূলধারার প্রায় সকল পদার্থবিজ্ঞানীরাই আজ মনে করেন, কোয়ান্টাম স্তরে শূন্যতার মধ্য দিয়ে এক সময় মহাবিশ্বের সূচনা হয়েছিল, কিংবা নিদেন পক্ষে ব্যাপারটা অসম্ভব কিছু নয়। এ বিশ্বাস থেকেই বিজ্ঞানী লরেন্স ক্রাউস লিখেছেন তার অতি জনপ্রিয় বইটি- Universe from Nothing- যার বাংলা করলে দাঁড়ায় ‘শূন্য থেকে মহাবিশ্ব’। আমাদের মীজান রহমানও এই ‘শূন্য থেকে মহাবিশ্ব’ শিরোনামেই বাংলায় আরেকটি বই যৌথভাবে লিখেছেন আমেরিকা প্রবাসী তরুণ বিজ্ঞান বিষয়ক লেখক, প্রকৌশলী ডঃ অভিজিৎ রায়ের সঙ্গে।বইটি খুব শীঘ্রই হয়তো বাজারে আসবে, অধীর আগ্রহে তিনি অপেক্ষা করছিলেন বইটি প্রকাশের জন্য। কিন্তু নিষ্ঠুর প্রকৃতি তাকে এরই মধ্যে কেড়ে নিয়ে গেলো, তিনি দেখে যেতে পারলেন না। 

ফিরে আসা যাক মূলত গাণিতিক শূন্য নিয়ে লেখা ড. মীজানের ‘শূন্য’ বইটির আলোচনায়- 

বিশ্ববিখ্যাত বাঙালী পদার্থবিজ্ঞানী প্রয়াত সত্যেন্দ্রনাথ বোস বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় অনীহা দেখে একবার মন্তব্য করেছিলেন, “যারা বলেন বাংলায় চর্চা সম্ভব নয় তারা হয় বাংলা জানেননা অথবা বিজ্ঞান বোঝেন না”!শূন্য বইটি লিখে তিনি যেন সত্যেন বোসের এই অমর উক্তির যথার্থতাই আবার প্রমাণ করলেন। অর্ধ শতাব্দী কালের প্রবাস জীবনে প্রায় তিরিশ বছর ‘বাংলা সাহিত্য চর্চা মোটামুটি ছিলোই না’ বলে তিনি তার স্মৃতিচারণে উল্লেখ করেছেন। অথচ কি উঁচুমানের বাংলা গদ্য রচয়িতা তিনি ছিলেন, তার উদাহরণ আমরা দেখতে পাই তার এই বইটিতে। 

এটা বিরাট বড় কোন বই নয়, এটি পড়ার জন্য গণিত শাস্ত্রে বড় ডিগ্রী থাকার কোন প্রয়োজন নেই। সাধারণ পাঠকদের গনিত বিষয়ে চিন্তা বা ধারন ক্ষমতাকে মাথায় রেখেই অনেকটা গল্প বলার ঢঙে তিনি বিটা রচনা করেছেন। মূলত কাদের জন্য তিনি লিখেছিলেন বইটি? ভূমিকায় তিনি পরিস্কার ভাবে লিখে দিয়েছেন, 

‘এ বইটি লিখবার পেছনে একটাই উদ্দেশ্য আমার – বাংলাভাষাভাষী জগতের ছোট ছোট ছেলেমেয়েদেরকেও আমার নিজের কৌতূহল এবং আগ্রহকে সংক্রমিত করে তোলা। আশা করি শূন্য এবং গণিতকে একটু ভিন্নভাবে দেখার চেষ্টা করবে ওরা বইটা পড়ার পর। ‘গণিত’ কোন ভীতিকর জন্তুর নাম নয় – গণিত জীবনের প্রতি আনাচে কানাচে বন্ধুর মতো, প্রিয়জনের মতো, প্রতিক্ষণে উপস্থিত।’

ছোট ছোট ছেলেমেয়েরা শুধু নয় যে কোন বয়সী, যে কোন পেশার শিক্ষিত অনুসন্ধিৎসু মানুষেরই বইটা থেকে অনেক কিছু শেখার আছে, বলে আমার মনে হয়েছে। বন্ধু প্রকৌশলী স্বপন বিশ্বাস, যিনি নিজেও একজন বিজ্ঞান বিষয়ক লেখক, মন্তব্য করেছেন, “এটি একটি ছোট মহাগ্রন্থ”। কি নাই এর মধ্যে? সাবলীল এবং প্রাঞ্জল ভাষায় খুব সহজ সরল উদাহরণ দিয়ে তিনি চেস্টা করেছেন, গণিতে শূন্য আসলে কি তা বুঝাতে। 

শূন্যের উতপত্তির ইতিহাস বলতে গিয়ে তিনি লিখেছেন, 

প্রাত্যহিক জীবনের ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রে যে-সংখ্যাটির কখনো প্রয়োজন বোধ করেনি কেউ (এবং সাধারণভাবে, এখনও করেনা), সেটা হল ‘শূন্য।’ ক্ষেতের চাষীকে কখনো ‘শূন্য’ সংখ্যক বীজ বপন করতে হয়না, ‘শূন্য’ গরুর দুধ দোয়াতে হয়না, ‘শূন্য’ সন্তানের মৃত্যুতে কাতর হতে হয়না। এমনকি ১ এর ডানপাশে একটা শূন্য বসালে যে দস্তুরমত একটা পূর্ণসংখ্যা দাঁড়িয়ে যায় সে বোধটুকু উদয় হতে অনেক, অনেক যুগ অপেক্ষা করতে হয়েছিল মানুষকে।

বিস্ময়কর গদ্য রচনার যাদুকরী ব্যবহার করে তিনি এঁকেছেন মেসোপটেমিয়ান সভ্যতা থেকে আজকের বিগ ব্যাং পর্যন্ত শূন্যের দীর্ঘ ভ্রমনের মানচিত্র। কিভাবে গ্রীকদের ধর্মবিশ্বাস শূন্যের চিন্তা থেকে গ্রীক সভ্যতাকে হাজার বছর ধরে দূরে সরিয়ে রেখেছিলো সেকথাও উঠে এসেছে তার বর্ণনায়।  তার বর্ণনায় উঠে এসেছে কিভাবে মেসোপটেমিয়া থেকে ব্যাবিলন হয়ে শূন্য একটি সংখ্যা হিসেবে তার পূর্ণতা পেলো ভারতবর্ষে এসে। তিনি দেখালেন কি ভাবে বানিজ্যিক লেনদেনের মাধ্যমে আরবরা  ভারতীয়দের কাছ থেকে নিয়ে তাঁদের এ্যারাবিক নিউমারালস-এ স্থান দিয়ে শূন্যের সাথে পরিচিত করালো ইওরোপিয়ানদেরকে তাদের রেনেসাঁর সময়ে।

বইটিতে তিনি বর্ণনা করেছেন গণিতের সাথে দর্শন এবং ধর্মের আন্তঃসম্পরকের ক্ষেত্রে শূন্য এবং তাঁর বিপরীতে অসীমের গুরুত্বের জটিল বিষয়গুলোকে। 

‘শূন্য ও অসীম – একই সাথে পরস্পরের প্রতিচ্ছবি এবং প্রতিপক্ষ। দুয়েতে মিলে রচনা করেছে সংসারের গূঢ়তম রহস্য’।‘শূন্য আর অসীম, এরা একে অন্যের যমজ। যেখানে শূন্য সেখানেই সীমাহীনতা। দার্শনিক দৃষ্টিভঙ্গিতে ভাবলে যেখানে কিছু নেই সেখানেই সবকিছু। শূন্য দ্বারা বৃহত্‌কে পূরণ করুন, বৃহত্‌ নিশ্চিহ্ন হয়ে যাবে। এই একই শূন্য দ্বারা ক্ষুদ্রাতিক্ষুদ্রকে ভাগ করুন, ক্ষুদ্র অসীমের অঙ্গধারণ করবে। শূন্য সবকিছু শুষে নিয়ে অসীমের দরবারে পাঠিয়ে দেয়’।

স্বপন বিশ্বাস তার পাঠানো নোটটিতে লিখেছেন, “স্বাধীনতা উত্তর বাংলাদেশে বিজ্ঞান সাহিত্যের লেখক হিসেবে যারা সুপরিচিত, সঙ্গত কারণেই মীজান রহমানের নাম এখানে অনুপস্থিত। তার প্রবাসে অধ্যাপনা ও বসবাস এবং প্রচারবিমুখতা এর মূখ্য কারণ। তাছাড়া জীবনের একেবারে শেষ প্রান্তে এসে লিখলেন এই শূন্য নামের বইটি।বাংলাদেশে প্রকাশিত হওয়া সত্যেও বিজ্ঞানামোদী মহলে বইটি তেমন একটা প্রচার পায়নি।” সত্যিই বিষয়টি বেদনাদায়ক। মীজান রহমানকে আমরা প্রবাসীরা যতটুকু জানি, বাংলাদেশের সচেতন নাগরিক সমাজ ততটা জানে না। এই স্মরণ সভার কাছে তাই আমার বিনীত অনুরোধ, আসুন আমরা এমন কিছু পদক্ষেপ নেই যেগুলোর মাধ্যমে আমরা মীজান রহমানের লেখনী এবং গবেষনা কর্মগুলোকে তাঁর প্রাণপ্রিয় মাতৃভূমির তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে পারি। 

ধন্যবাদ আপনাদের মনোযোগের জন্য।





 (^-^) Posters Design and Composition by 
Asma Sultana
. Vision Creates Value Blog 20150117-18


More Information: 

http://visioncreatesvalue.blogspot.com/2012/06/amazing-visionary-journey-of-dr-mizan.html

http://visioncreatesvalue.blogspot.com/2015/06/dr-mizan-rahmans-keynote-speech.html

Dr Mizan Rahman's Memoirs, Interviews and Articles Archive: http://visioncreatesvalue.blogspot.com/search/label/Mizan%20Rahman

নায়কঃ মীজান রহমান (১৯৩২-২০১৫) :: দেশী টেলিভিশন, ক্যানাডা https://www.youtube.com/watch?v=77_TMZDqdAI&feature=youtu.be

Mizan Rahman Memoirs Archive ♥♪♥ মীজান রহমান স্মৃতি সম্ভার

https://www.facebook.com/media/set/?set=a.10152678631419503&type=3

♥♪♥

VCV is delighted to publish Dr Mizan Rahman's memoirs. Many thanks to Mr Swapan Biswas for his generous support and technical communications ....

শফিউল ইসলাম :: Shafiul Islam

Vision Creates Value Team

Swapan Biswas <swapan.bib@gmail.com>
To:shafiul_i@yahoo.com
Thu, Oct 29 at 5:57 PM
Hello Dr Shafiul

This article was written and typed by Tito Khandaker immediately after the death of Dr Mizan Rahman (2015) and delivered at a commemoration meeting. It was published nowhere. The software used for tying was BENGALI (INDIA) under GOOGLE INPUT TOOLS. You can easily download from GOOGLE INDIC KEYBOARD. The usage is pretty similar to Avro. Please do not feel any obligation to publish it. If there is any difficulty to read font, It is alright not to publish it. For publishing in FACEBOOK, this font seems OK.

Swapan


File Received: 20201020

File Converted: https://www.unicodeconverter.info/ Online Avro to Unicode Converter, 20201029

Edited and proofread: 20201029

Photo Added: 20201029

Published: c20150130

Last updated: 20201029

Friday 23 January 2015

'Newly Canadian'

by Robert Fox and Susan Fox


English Version:

This contract with Canada I have signed
This oath and song that I sing
At home at last I have come
We're strong and north we are free!
This gift of Canadian citizenship
Responsibilities and rights and freedoms
For thee, I stand on guard.
Embracing equality, diversity, respect
Fills my being - Canadians
Sharing values from sea to sea to sea
Families rooted in love
Release the real me into a land
Now stand beautiful
With so many opportunities

Newly Canadian
I am here I am strong I am free
Newly Canadian
I am here I am strong I am free
I am free

♥♪♥
Cambridge ON Canada
January 2010

French Version:

'Nouveau Canadien'

Ce contrat avec Le Canada j'ai signe
Ce serment et chanson que je chante
Chez moi enfin je suis entre
Au nord nous sommes forts et libre
Ce cadeau de citoyennete Canadienne
responsabilites, les drots et liberte
Je le salue
Emrasser lʼegalite, diversite et le respect
rempli mon existence - Les Canadiens
Partages leurs valeurs d'un ocean a l'autre
Les families enracinees par l'amour
Relacher moi en terre vaste superbe
Avec tant dʼopportunites

Nouveau Canadien
Je suis ici je suis fort je suis libre
Nouveau Canadien
Je suis ici je suis fort je suis libre
Je suis libre

♥♪♥
Cambridge ON Canada
January 2010

P.S.: 'Newly Canadian' is a song to inspire people from all over the world who are becoming Canadian citizens. It was written and produced by Robert Fox, Susan Fox, Dave Fox, and Andrea Mauro in 2010, in Cambridge, Ontario Canada.

 Susan Fox ♥♪♥ Robert Fox

Dave Fox ♥♪♥ Andrea Mauro

Andrea Mauro ♥♪♥ Dave Fox ♥♪♥ Susan Fox
at Sauble Beach, Ontario, Canada. 2009.

Last Edit: Vision Creates Value ::  2015 January 23
Stay tuned.... More to come...!

Sunday 18 January 2015

শ্যামল ছায়া ~ লুত্ফুন নাহার লতা


লুত্ফুন নাহার লতা ♥♪♥ মীজান রহমান
ছবি: মণিকা রশিদ 

কানাডার টরন্টো এয়ারপোর্টে দাঁড়িয়ে রয়েছি বেশ কিছুক্ষণ হল। নিউইয়র্ক থেকে ঝিরিঝিরি বৃষ্টির ভেতরে লাগোর্ডিয়া এয়ারপোর্ট থেকে প্লেন ছেড়ে একঘন্টা চল্লিশ মিনিটেই পৌঁছে গেছি ভালোভাবে। এয়ারপোর্টের মাইক্রোফোনে ভেসে আসছে নিউইয়র্ক থেকে আগত ফ্লাইট এর যাত্রীদের চেকইন করা লাগেজ এয়ারপোর্টের আট নাম্বার বেল্টে আসছে। সকল যাত্রী আট নাম্বার বেল্ট ঘিরে দাঁড়িয়ে রয়েছে। কোন সুটকেস চেকইন করিনি ফলে হাতে একটি ক্যারিঅন কেবল। সেটা নিয়ে সোজা হেটে বেরিয়ে যাবার শেষ গেটের কাছে দাঁড়িয়ে আছি। টরন্টোতে বাইরে ঝড়ের মত তুষারপাত হচ্ছে। ঠান্ডার ঝাপ্টা তীব্র সাপের ফনা তুলে ছোবল মারছে।
আমাকে নিতে আসবেন হাসান মাহমুদ ভাই। তাঁর অপেক্ষায় থেকে থেকে, কয়েন নিয়ে এয়ারপোর্ট এর পাবলিক টেলিফোন থেকে কল করে বাসা থেকে জানলাম উনি বেরিয়ে গেছেন অনেক আগেই। যাত্রী তুলে নিয়ে একটি একটি করে গাড়ী পিল পিল করে চলে যাচ্ছে। হাসান ভাইয়ের দেখা নেই। ঠান্ডায় জমে হাত পা হীম। একবার বাইরে বেরিয়ে একটু হেঁটে ওনাকে খুঁজি আবার ভেতরে এসে কাঁচের দরজার এপাশে দাঁড়িয়ে চেয়ে চেয়ে গাড়ী গুনি। অবশেষে দূর থেকে সাদা বরফের পোটলার মত হাসান ভাইকে দেখা গেল। ঠান্ডায় জবুথবু হয়ে কোনোমতে বেরিয়ে এলাম এয়ারপোর্ট থেকে।
আমার এবারের আসার পেছনে বন্ধু বড় বোন সংবাদ পাঠক দিলরূবা আপা আর দীপা। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের আগমনী রাতে একসাথে আড্ডা দেবার একান্ত ইচ্ছেয় ওরা নিমন্ত্রণ করেছে আমাকে। কিছুদিন আগেই একবার এসে গেছি অরূনার সুকন্যা নৃত্যাংগনের নিমন্ত্রণে। কিন্তু বুকের তলায় এবার আসার আরো একটি গোপন অদম্য আকাংক্ষাই প্রধান। আসার একদিন পরে সেই ইচ্ছের প্রাবল্য আমাকে টেনে নিয়ে গেল অটোয়ায় ডঃ মীজান রহমানের কাছে। এই দীর্ঘ পথে গাড়ী চালিয়ে নিয়ে গেলেন বড়ভাই, জামাত ও শারীয়া আইনের বিরুদ্ধে লড়াইকারী এক অকুতভয় যোদ্ধা হাসান মাহমুদ। আমার গন্তব্য মারখামের দিলরূবা আপার বাসা। আগামী কাল দীপার বাসায় অনুষ্ঠান শেষে পরশু রওনা হব অটোয়াতে। আপাতত দিলরূবা আপার বাসায় যেতে যেতে টরন্টোর কৃস্টাল ট্রী'জ ক্যামেরা বন্দী হতে থাকল।
২০১৩ শেষ হবে আর ক'দিন পরেই। আমার ছেলে সিদ্ধার্থের সাথে অনেক আলাপ আলোচনার পরে অনেক চিন্তা ভাবনা করে একটি পারিবারিক জীবন গড়ে তুলবার ইচ্ছেয় মার্কের দেয়া প্রোপোজাল ভেবে দেখব বলে জানালাম। আমার জীবন আর পাঁচ জনের মত সহজ ছিল না কোনদিন সে আমাকে পায়ে পায়ে জড়িয়ে ধরে বেদনার ধারাজলে সিক্ত করেছে। প্রায় পনের বছর ধরে আমরা একা। সিদ্ধার্থ আর আমার একার সেই জীবনে কেবল বেঁচে থাকা টুকু ছাড়া আর কিছু ছিল না। 
একদিন দেশ ছেড়ে এসেছিলাম আত্মসম্মানের মুকুটটি সগৌরবে সমুন্নত রাখব বলে। ধীরে ধীরে কত শত না পাওয়া আর বঞ্চনার অভিমানে ভরা ছিল সেই বিদায়। সব ফেলে এই অজানায় একা একা পাড়ি দিয়েছিল যে, সে কি আমার অবচেতন মনের ভেতরের এক প্রতিবাদী আমি, এক নীরব যোদ্ধা। আসলে দীর্ঘদিনের তিল তিল অবমাননা, ভালোবাসাহীন প্রতারনার পুঞ্জীভূত অভিমান, মানুষের সুন্দর মুখের তলায় এক কুৎসিত কংকাল দেখে দেখে মনে হল, কতদিন আমি মানুষ হিসেবে বাঁচিনি! একবার, শুধু একবার মানুষ হিসেবে বেঁচে উঠবার জন্য জীবন হাতের মুঠোয় নিয়ে পথে পা বাড়ালেম। সাথে পাঁচ বছরের সিদ্ধার্থ। 
দেশ ছেড়ে এসে আমেরিকার পথে পথে চোখের জল ঝরে পড়েছে বেদনায় অভিমানে। দূর্ভাগ্যকে হাসি মুখে জয় করার যে লড়াই, সে লড়াইয়ে আমি বার বার ভেঙ্গে চুরমার হয়ে গেছি। মাঝে মাঝে মনে হয়েছে এই বোধ হয় শেষ হয়ে গেলাম, আর হয়ত পারলাম না। তবু কেমন করে যেনো মাথাটি ঠিকই রয়ে গেছে উঁচু, আর সেই আত্মবিশ্বাস নিয়ে জীবনের এই দীর্ঘ পথ চলা। বারে বারে এই রাফ জার্নিতে কেবল মনে হয়েছে বাবার কথা, মায়ের কথা। একটি মায়াময় ছায়ার কথা। সবসময়েই আমার অন্তর খুঁজে ফিরেছে যে শ্যামল ছায়া।
সেবার ২০১১ তে মন্ট্রীয়লে মনিকা'র বাসায় যখন দেখা হল তখন বসন্তের মন্দমধুর হাওয়া লেগেছে বনে বনান্তরে। আমি মন্ট্রীয়লে আসব জেনে, টরন্টো থেকে ড্রাইভ করে গিয়ে অটোয়া থেকে ডঃ মীজানকে নিয়ে এসেছেন মনিরুল ইসলাম ভাই। অনুষ্ঠানে অংশগ্রহন করতে ওয়াশিংটন থেকে এসেছেন ইকবাল বাহার চৌধূরী। নিউইয়র্ক থেকে গেছি আমি। শহিদ ভাইয়ের আমন্ত্রণে মন্ট্রীয়লের আলোকিত মানুষেরা হয়েছেন সমবেত। চমৎকার সেই অনুষ্ঠানের পরতে পরতে জড়িয়ে ছিল দেশপ্রেম। ইকবাল বাহার চৌধূরীর স্মৃতিতে স্বাধীনতার পরে দেশে ফিরে আসা বঙ্গবন্ধু, ডঃ মীজান রহমানের বক্তৃতায় দেশ, আমার কন্ঠে 'আমি বীরাঙ্গনা বলছি'। সে অনুষ্ঠানের সবটুকু জুড়ে রইল ১৯৭১, বাংলাদেশের গৌরবময় স্বাধীনতা সংগ্রাম।
রাতে গল্প গুজব শেষে মনিকার গান যেন সুরের মায়াজাল বিছিয়ে দিল আমাদের সবার ভেজা চোখে। মনিকার বাসার দোতলায় মুখোমুখি ঘরে আমাদের শোবার ব্যাবস্থা হল। অনেক রাতে শুতে গেছি স্বভাবতই আমাদের ঘুম ভেঙ্গেছে দেরীতে। তিনি কিন্তু ঠিকই উঠে সুন্দর কাপড়চোপড় পরে নীচতলায় বসার ঘরে সকালের কফি আর দিনের সংবাদপত্র নিয়ে বসেছেন। রাজা আশে পাশে ঘুরছে সকালের সবার নাস্তার আয়োজনে। ঠিক হল সবাইকে নিয়ে অটোয়াতে যাওয়া হবে। এ ব্যাপারে কবি বন্ধু শিরিন সাজি ও তার স্বামী টিপু ভাইয়ের প্রান উজাড় করা আমন্ত্রণ স্মরণযোগ্য। সবাই চলেছি একসাথে। মনিকা, রাজা, ও ওদের মেয়ে ঋত্বিকা। মনি ভাই, ডঃ মীজান ও আমি। আমরা আনন্দে চলেছি অটোয়ায়।
ডঃ মীজানের বাড়ীতে গিয়ে হৈ চৈ করে হাসি আনন্দ রান্না খাওয়া, গল্প গানে রাত প্রায় শেষ হতে চলল। কয়েক ঘন্টা ঘুমিয়ে উঠে শিরিন সাজির ডাকে অটোয়ার বিখ্যাত টিউলিপ সো দেখতে গেলাম। সেখানে গিয়ে দেখা হল ছড়াকার বন্ধু লুৎফর রহমান রিটনের সাথে। গণজাগরণ মঞ্চের কর্মী টিপু, সঙ্গীত শিল্পী অং এবং তাঁর সঙ্গীরাও ছিল সেখানে। রাতে শিরিনের বাসায় সবাইকে নিয়ে বসল গানের আসর। কবিতা গানে গল্পে কেটে গেল অনেকটা রাত। অসাধারণ আড্ডার সেই স্মৃতি এক জীবনে ভোলা যাবে না। সেবার নিউইয়র্কে ফিরে এলাম বুকের ভেতর সেই খুঁজে ফেরা শ্যামল ছায়ার পরশ নিয়ে।
কিছুদিন পরে তাজউদ্দিন আহমেদের কন্যা শারমিনের কাছে কোস্টারিকা যাবার পথে নিউইয়র্ক এসেছিলেন। সব সময়ের মত ছিলেন উর্বির বাসায়। তখন আমার বাসায় একটি সন্ধ্যা ছিলেন। কবি শহিদ কাদরী ছিলেন ওনার দীর্ঘ দিনের বন্ধু, নিউইয়র্ক এলেই যেতেন কবিকে দেখতে। সেদিনও ছিলেন শহিদ ভাইয়ের বাসায়। সেখান থেকে বন্ধু বড় ভাই আর্কিটেক্ট ইকবাল হোসেন নিয়ে এলেন আমার বাসায়। খুব সাদামাটা বাঙ্গালী খাবার রান্না করেছি তাঁর জন্যে উনি তাইই পছন্দ করতেন। রাতের খাবারের পরে সামনে বসে তাঁর অনুরোধে রবীন্দ্রনাথের গান গেয়ে শোনাতে গিয়ে চোখে জল এলো। মনে হল এইতো আমার পরম পিতা, যার আবির্ভাবই আমার আনন্দ।
গাড়ীতে বসে আছি। ধু ধু সাদা চারিদিক। গাছে গাছে বরফ জমে কৃস্টাল হয়ে গেছে। বাড়ী ঘর, গাছপালা, পথ ঘাট সব কৃস্টাল। যেন পুরো দেশটাই একটি কৃস্টাল বোল। হাসান মাহমুদ ভাই অতি ধীরে গাড়ী চালাছেন, তিনি সাবধানী ড্রাইভার। ক'দিন আগেই সারা কানাডায় তুষার ঝড়ে গাছপালা ভেঙ্গে পড়ে ইলেক্ট্রিক পাওয়ার আউটেজ হয়ে গেল। বেশ ক'দিন অন্ধকারে বিদ্যুৎহীন কাটাল দেশের জনগন। গতকাল দীপার বাসার অনুষ্ঠান শেষে আজ চলেছি টরন্টো থেকে অটোয়াতে। আমার শ্যামল ছায়ার কাছে।
আমার জীবনে খুব গভীর গহন একটি সিদ্ধান্ত নেবার আজ সময় এসেছে। তাঁর কাছে যেতেই হবে আমাকে। উজাড় করে সব কথা বলতে চাই তাঁকে। নিজের বাবাকে হারিয়েছি সেই কৈশোরে তারপর থেকে জীবনের সব বড় বড় সিদ্ধান্ত গুলো নেবার সময় বড় একা মনে হয়েছে নিজেকে। কি করব, কি করা উচিত, কি ভালো হবে, কি ভালো হবে না, এই সব সিদ্ধান্ত নিয়েছি একা। কখনো তা ঠিক আবার কখনো হয়েছে ভুল। আর সেই অনিচ্ছাকৃত ভুল, রথের চাকার মত নির্মমভাবে পিষ্ট করে গেছে আমার আহত হৃদয়, আমার বন্যাধারার মত জীবন। বারে বারে রুদ্ধ করতে চেয়েছে আমার পথচলা। কিন্তু আমাকে থামাতে পারেনি জীবনের কোন পিছুটান। ভুলকে আমি ফুল করে ফুটিয়ে তুলেছি। ফুলে ফুলে সাজিয়েছি চারিপাশ। ফুল ঝরেছে তবু হাসিটুকু ঝরাতে পারেনি কেউ।
যেতে হচ্ছে অতি ধীরে ধীরে খুব সাবধানে। দুবার পথে থেমে চা-কফি খেয়ে আবার গল্প করতে করতে চলেছি। সারাদিন পরে সন্ধ্যার মুখে আমরা গিয়ে পৌছালাম। যাবার কথা আগে থেকেই বলা ছিল। কাছাকাছি গিয়ে কল করে আবারো জানালাম। গিয়ে দেখি আমাদের জন্যে রান্না করে রেখেছেন রাতের খাবার। অনেক রাত অবধি গল্প গুজোব করে ঘুমাতে গেলাম। খুব ভোরে উঠে বাবাকে পেলাম নিচে কিচেন টেবিলে তাঁর কম্পিউটারে বসা। দু'কাপ চা বানিয়ে মুখোমুখি বসলাম আমি একা।
প্রাণ খুলে কথা বলছি। আমার যেন মনে হচ্ছে তেত্তিশ বছর আগে হারিয়ে যাওয়া আমার বাবার কাছে আজ বলতে এসেছি আমার সকল বেদনার কথা। যিনি বয়সে, শিক্ষায়, অভিজ্ঞতায় প্রাজ্ঞ। যাকে সব কথা খুলে বলতে হয় না। জীবনের বিস্তীর্ণ জমিন কেবল ছোট্ট একখানি ঝিলিমিলি চাঁদোয়ায় তুলে ধরা যায় তাঁর কাছে।
আমার দু'চোখ বেয়ে নামছে বঙ্গপোসাগরের নোনা জল। বাবা উঠে দাঁড়িয়ে আমার মাথায় হাত রাখলেন। বললেন, 'জীবন তোমাকে শিখিয়েছে শত প্রতিকুলতার মধ্যেও প্রাণে আনন্দ নিয়ে বাঁচতে আর তুমি তাইই করবে। আনন্দ নিয়ে বাঁচবে। অন্যদেরকেও বাঁচাবে। জীবনে এমন সময় আসে যখন তুমি দেখবে, তোমার সকল বন্ধ দরজা হঠাৎ ঝন ঝনিয়ে খুলে যাবে তুমি কেবল সেই খোলা দরজা দিয়ে বেরিয়ে ডানা মেলে দেবে। সেটাই হওয়া উচিত।'
সিদ্ধার্থকে নিয়ে আমার দীর্ঘ একাকী জীবনে মার্ককে সাথে নিয়ে একটি পারিবারিক জীবন গড়ে তোলার সিদ্ধান্ত হয়ে গেলো অটোয়ার ১০৯ নাম্বার হোমস্টীডের বাড়ীর রান্নাঘরে বসে। আমার আত্মার আত্মীয় ডঃ মীজান রহমান যিনি আমার আত্মার পিতা বলে আবির্ভূত হলেন তাঁর হাত ধরে রচিত হল আমার সিদ্ধান্তের সিঁড়ি। ভোর বেলাকার সারা আকাশ জুড়ে এই শান্ত সমাহিত প্রকৃতির বেনুকায় আহির ভৈরব বেজে বেজে থামল যখন তখন বাবার হাত ধরে বসে থেকেই দেখলাম সকালের সূর্য উঠল। সেদিন ২০১৩'র ২৯শে ডিসেম্বর। সেদিন আমার আর একবার নবজন্ম হল।
দোতলায় তখনো ঘুমুচ্ছেন হাসান মাহমুদ ভাই যিনি আজো জানেন না সেই সকালের আহির ভায়রোর সুরে থেমে যাওয়া ভোরের কথা। ঘুম থেকে হাসান ভাই উঠে এলে সকালের নাস্তা করে তিনজন বসে বারে বারে চা-কফি আর আড্ডা দিয়ে কিচেন টেবিলেই সময় কাটালাম। এরপর বেরুলাম বাজার করতে, ফিরে এসে হৈ হৈ করে রান্না করছি এমন সময় এলেন আমাদের আরো এক বন্ধু ও বড় ভাই প্রফেসর সেলিম শের। তাঁকে নিয়ে একসাথে তুমুল গল্পের পাল উড়িয়ে কাটালাম দুপুর ও সন্ধ্যা।
দুদিন ধরে এক নাগাড়ে চলছে আড্ডা, খাওয়া, গল্প আবার আড্ডা, আবার খাওয়া আর তাঁর বই নিয়ে আলোচনা। কুমিল্লায় তাঁর গ্রাম, সেই গ্রামের কথা, মা বাবার কথা, শৈশব ও কৈশরের কথা। তাঁর বিয়ের গল্প। দীর্ঘ সময় ধরে কানাডাতে বসবাসের অভিজ্ঞতার কথা। সঙ্গীত, গণিত, বিজ্ঞান, দর্শন কিছুই বাদ গেল না সে আড্ডায়। হাসান ভাই তার অসামান্য স্মৃতি থেকে আবৃতি করে, পাঠ করে, গল্প বলে, কথা বলে আমাদের মুগ্ধ করলেন। বাবা বারে বারে হাসান ভাইকে ধন্যবাদ দিলেন এই দূর্যোগের দিনে মেয়েকে তাঁর বাবার সাথে দেখা করিয়ে দেবার জন্যে। আসবার আগে আমাকে দিলেন তাঁর অসামান্য বই 'শূণ্য'।
বিদায়ের সকাল, গাড়ীতে উঠে বসলাম একরাশ দীর্ঘশ্বাস ফেলে। তুষারে ঢাকা সাদা বাড়ীটাকে পিছনে ফেলে ফিরে আসতে আসতে এক অজানা দর্শন আমার সকল ভাবনাকে অন্যসুতোয় গেঁথে দিল। মনে মনে ভাবলাম আসলে এই গহীন গোপন বন্ধন ডোর কোন অজানা ইঙ্গিত দিয়ে যায়। এই সারা বিশ্ব-ব্রহ্মাণ্ড কোন সে মায়ার বাধনে বাঁধা, মানুষের প্রতি মানুষের, প্রাণের প্রতি প্রাণের! আর কেনই বা এই হুতাশন, এই দীর্ঘশাস, রোদন। এই ময়াভরা স্বর্গীয় অনুভবের নাম কি! এই বিস্ময়ের নাম কি ভালোবাসা। মহাবিশ্বের কী গোপন রহস্যে ঢাকা পড়ে থাকে এর উত্তর! জানিনা।
গাড়ী চলছে টরন্টো অভিমূখে, কোলের উপর তাঁর বই 'শূন্য।' এই বই পড়তে পড়তে চোখে আলোক মালা জ্বলে উঠে। ভাবনার গহনে নিয়ে যায়। খুলে যেতে থাকে মরচে পড়া সকল কপাট। আলো এসে সরিয়ে নিয়ে যায় অজ্ঞতার অন্ধকার। আনমনা হয়ে চেয়ে থাকি তুষার সাদা প্রান্তরের দিকে। সেখানে দেখতে পাই জ্বলজ্বলে একটি সিলভার লাইনিং।
২০১৪'র জুলাইতে আমার বিশেষ অনুরোধে অটোয়া থেকে নিউইয়র্ক এলেন আমার বিবাহ পরবর্তী রিসেপশানে। আমার বাবা হয়ে আমাকে সম্প্রদান করলেন মার্কের হাতে। মাঝরাত অবধি রইলেন অনুষ্ঠানে। জড়িয়ে ধরে কাঁদলেন যাবার আগে, যেন আমি তাঁর আত্মার সন্তান, যাকে সম্প্রদান করে কাঁদছেন তিনি। সেই শেষ দেখা। পরদিন আমরা চলে যাই প্যারিস। বাবা আরো দুদিন পরে ফিরে গেলেন অটোয়াতে। আর দেখা হল না। 
মাসখানেক পরে আমি ফিরে এলে কল করে বললেন মার্ককে নিয়ে তাঁর কাছে ঘুরে আসতে। আশা করে ছিলাম শীত কাটিয়ে স্প্রীং এলেই যখন ফুলে ফুলে ছেয়ে যাবে বনতল তখন যাব। কথাও দিয়েছিলাম তাঁকে।
ডিসেম্বরের শুরুতে তোলপাড় করে আমাকে খুঁজছেন বাবা। বেশ কয়েকবার কল করে পাননি। ইমেইল করেছেন তার জবাব না পেয়ে ফোনের জবাব না পেয়েএকে তাকে জিজ্ঞেস করেছেন আমার কথা। অনেক দিন পরে আমি যখন ফোন করেছি, ঝরঝরিয়ে কত কথা বলে গেলেন। কত কি দুশ্চিন্তায় পড়েছিলেন আমার খোঁজ না পেয়ে সেসব। অনেক কথা বললাম। ইমেইল করে ছবি পাঠালাম। রাতে মার্ক অফিস থেকে বাড়ি ফিরলে আবার ফোন করলাম আবার দুজনে মিলে কথা বললাম। কত যে খুশী হলেন। খুশী হলে প্রতিটি কথায় আনন্দ ঝরে ঝরে পড়তো তাঁর। আনন্দ ঝরে পড়া কথার মানুষ ছিলেন তিনি। তাঁর সাথে সেই আমার শেষ কথা।
আজ জানুয়ারীর পাঁচ, সোমবার। সন্ধ্যা নাগাদ মন্ট্রীয়ল থেকে মনিকার ফোন এসে আমার দুয়ারগুলি ঝড়ে ভেঙে দিয়ে গেল। বাবা লাইফ সাপোর্টে। কিছুক্ষণের মধ্যে কথা হল শিরিন সাজি, উর্বি, ফেরদৌস নাহার, সেলিম শের ভাই ও আরো অনেকের সাথে। রাজাকে ফোন করে করে ওর ম্যাসেজ বক্স ভরে ফেললাম। ততোক্ষণে ওনার ছেলেরা বাবু ও রাজা এসে পৌঁছে গেছে অটোয়ায়। হাসপাতালে লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়েছে----
আমি যেন কেমন গহন অন্ধকারে ডুবে যেতে যেতে আমার জন্মদাতা বাবাকে দেখতে পাচ্ছিএকটি টানেলের শেষ মাথায় এক অবর্ণনীয় আলো দেখতে পাচ্ছি আর মনে পড়ছে সেই রাতের কথা---।  
আমার বাবা যে রাতে চলে গেলেন সেরাতে আমাদের সারা বাড়ির গাছপালায়, গেটে মাধবীলতার ডালে ডালে উতল হাওয়ার দোল! সেদিন ছিল পয়লা ফাল্গুন। ঝরা পাতারা দুরন্ত সেই হাওয়ায় গেল গেল গেল করতে করতে, ঝরঝরিয়ে সরসরিয়ে উড়ে গেল। বাবা আমার দক্ষিন হাতে রাখলেন তাঁর দক্ষিন হাত, তারপর আস্তে আস্তে চোখ বুজলেন যেন তাঁর সমুখে শান্তি পারাবার। সেদিন আঁধার নয়, ফাগুন এসে নিয়ে গেল আমার আলোকবর্তীকা, আমার শ্যামল ছায়া।
আজ আমার জীবনে তেমনি এক অজানা অপার্থিব আলো মাখা মুগ্ধ বেদনার রাত। আমার বাবার ছায়া মাখা মানুষটি, আমার মত অনেকের জীবনেই এক আলোকবর্তিকা ডঃ মীজান রহমান। যাকে দেখেছিলেম আমার অন্তরলোকে, যার আলোয় নিজেকে পরিস্কার কাঁচের স্বচ্ছতায় দেখতে পেয়েছিলাম। আজ তিনি চলে গেলেন। আজ তিনি শান্ত সমাহিত। তাঁর সমুখে শান্তি পারাবার। আজ তাঁর মহান যাত্রা সেই অগমপারে। পার্থিব কোন কিছু যাকে টানেনি কখনো সেই নির্মোহ জ্ঞান তাপস, আজ একাকী চলেছেন সেই অনন্তধামে। আজ সেই গভীর গোপন অজানা রহস্যে ঘেরা জীবন ও জগতের গোপন লেনদেন। অন্তর আর্তনাদ করতে করতে থেমে যায় স্তব্ধতায়। আমার কেবলি মনে হয় আকাশের মত তাঁর বিশালতার কথা। জন্মদাতা পিতা নন তবু তার মনের আলোয় নবজন্ম হয়েছিল আমার। যিনি সত্যিই আমার পরম পিতা। আজ এই শান্তির পারাবারে তাঁকে বিদায় দেব কেমন করে! আমার যে আরো আলো চাই পিতা!
হে দেব, ঐরেশ! আমাকে শক্তি দাও! আমার চেতনায় আলোকসম্পাত কর। ছায়া দাও। মায়া দাও। দাও শেকড়ের স্থৈর্য। এই বিবশ স্থবির আঁধার ঘুচাও পিতা! হে আমার মনোময়, আলো দাও, জল দাও। আমার খোঁপা থেকে খুলে নাও এই মায়াকাতর সন্ধ্যামালতী। তোমার মৃত্যু নেই পিতা। জানি তুমি জেগে উঠবেই সারা আকাশভরে আবার শূন্য থেকে। জানি যত দূরেই যাও তবু তুমিই আমার শ্যামল ছায়া!!!

নিউ ইউর্ক 
২০১৫ জানুয়ারী ১৮

লুত্ফুন নাহার লতা

শেষ সম্পাদনা : ২০১৫ জানুয়ারী ১৯

Mizan Rahman Memoirs 4-5 ♥♪♥



মীজান রহমান ♥♪♥ ডিজাইন ও কম্পোজিশন: আসমা সুলতানা মিতা ২০১৫ জানুয়ারী ১৮
Design and Composition ♥♪♥ by Asma Sultana Mita, Vision Creates Value 2015011৮.

বিশ্বভরা প্রাণ ♥♪♥

[উত্সর্গ: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে]
সুবোধ ও অবোধের অল্প স্বল্প গল্প 
সুবোধ ও অবোধ দুই বন্ধু। সুবোধ চালাক-চতুর, ভদ্র-নম্র ও বিনয়ী। আর অবোধ হলো সহজ-সরল, হাবা-গোবা ও সত্যভাষী। জীবন-যুদ্ধে দু'জনের আশা-নিরাশার মিল-ঝিলমিল। সুবোধ ইনিয়ে-বিনিয়ে 'জীবন-যখন-যেমন' তেমন করে পথ চলে! আর অবোধ অপ্রিয় সত্য-খুঁজে প্রায়ই আপদ-বিপদ ডেকে আনে। দু'জনেই মুক্তমনা, শিল্পমনা ও বেশ রাজনীতি-সচেতন। প্রবাসে বসবাস। কিন্তু ওদের হৃদয় জুড়ে মাতৃভূমি বাংলাদেশ ও 'বিশ্বভরা প্রাণ!' সময়-সুযোগে দু'জনের দেখা হলেই জমে ওঠে বিভিন্ন বিষয়ে তর্ক-বিতর্ক। শুনুন তাহলে অবোধ ও সুবোধের এক চিলতে তর্ক-বিতর্কের অংশ বিশেষ ....

অবোধ: রাজনীতি হলো জনগনের সেবা। মাননীয় নেতারা দীর্ঘ ৫ বছর কোনো কাজ না করে জনগনের কোষাগার থেকে বেতন ও অপার সুযোগ-সুবিধা নিয়েছে। কী সেবা দিয়েছে তারা জনগনকে? অবরোধ! হরতাল! জালাও-পোড়াও! শোষণ-নির্যাতন! রাজনীতি কি পালাক্রমে লুটে-পুটে খাওয়ার পঞ্চ-বার্ষিকী পরিকল্পনা? সুস্থ-সুন্দর রাজনীতি চাই। সাধারণ জনগনের উন্নতি চাই। প্রতিশ্রুতিশীল নতুন নেতৃত্ব চাই। যারা জনগনের সেবা প্রদানে দায়বদ্ধ।

সুবোধ: এক সময় বাঙ্গালীরা স্বপ্ন দেখে ছিল তারা শোষণ-মুক্ত হবে। সবার সমান অধিকার থাকবে। নেতারা কথা রাখেনি। তারা পালাক্রমে লুটে-পুটে নিজেরা বিত্তশালী হয়েছে। কারা নিয়ন্ত্রণ করছে এই দুষিত রাজনীতির চিত্রপট? কিছু অসাধু ব্যবসায়ী, পরজীবি বকধার্মিক নেতা ও প্রতিপত্তিশালী স্বার্থনেষী সাম্রাজ্যবাদ। সবার লক্ষ্য হলো সীমিত সময়ে কে কতটা অর্থ সঞ্চয় করতে পারে! আজ পৃথিবীর ৯৫% সম্পত্তির নিয়ন্ত্রণ নিয়েছে ৫% পুঁজিবাদী। এই বিশ্ব-চিত্র বাংলাদেশেও সম্প্রসারিত! আর তাই বুঝি আজ সার্বিক-সুখ সুদূর 'সোনার হরিণ!'

অবোধ: রবীন্দ্রনাথ আশা করেছিলেন এই মানবসভ্যতার সংকট-সমাধানের উন্মেষ হবে ইউরোপ থেকে এবং সেই শান্তির ঢেউ একদিন সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। কারণ ইউরোপ জ্ঞান-বিজ্ঞান ও ব্যবস্থাপনায় অনেক এগিয়ে। রবীন্দ্রনাথ সেই স্বপ্নের বীজ বুনে গেছেন। নোবেল প্রাইজের অর্থে গড়ে গেলেন 'শান্তি নিকেতন!' আর দেখতে পাই রবীন্দ্র-ভাবনায় সুদূর জার্মানীতে গড়ে উঠেছে 'স্কুল অফ উইসডম!' চিন্তা-চেতনা ও দূরদর্শী ভাবনার মৃত্যু নেই। স্বপ্ন অবিনাশী। বিশ্ব-শান্তির সেই সংলাপ রবীন্দ্রনাথ শুরু করে গেছেন। তিনি বিশ্বকে নিয়ে ভেবেছিলেন বলেই বিশ্বকবি। এবিষয়ে আরো জানতে পাবেন এই লিঙ্কে: life2love.weebly.com/tagore.html. এখানে সংরক্ষণ করেছি বেশ কয়েকটি উল্লেখযোগ্য লিংক এবং ডকুমেন্টারী - রবীন্দ্রনাথ ঠাকুর ক্লাসেস ও কথোপকথন। এগুলি যতবার পড়েছি, শুনেছি ও দেখেছি ততবার মনে হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিশাল দূরদর্শী ভাবনাকে আমরা আসলেই কতটুকু ধারণ করতে পেরেছি? মনে হয়েছে এগুলি অনুভব করলে আমরা আরো ভালো ভালো শিল্পকলা, শিল্পী ও বিকশিত মানুষ পেতাম যারা সমাজ পরিবর্তনে জীবনের ছন্দ খুঁজে পেতেন ও সহায়ক শক্তি হিসেবে বিশেষ ভূমিকা রাখতে পারতেন।

সুবোধ: ঠিক বলেছিস। আর আরেকজন বাঙ্গালী নোবেল প্রাইজ পেলেন দরিদ্র-শোষণ ও সুদের ব্যবসায় সাফল্য দেখিয়ে! পৃথিবী এখন চলছে উল্টো পথে! এখানে এখন দাস-প্রথা বিলিয়ন-ডলার ব্যবসায় রুপ নিয়েছে। শোষণের মাত্রা সীমানা পরিয়েছে। অস্ত্র-সন্ত্রাস-যুদ্ধ-জঙ্গি ব্যবসা জমজমাট। তার পরেও বলবো আমাদের মানবসভ্যতার অগ্রযাত্রায় আমাদের প্রাপ্তি অনেক। বিজ্ঞান-প্রযুক্তির পরশ জীবন ছুঁয়েছে! অনেক ধনীরা ইদানিং বুঝতে শিখেছে এইসব ধন-সম্পত্তির মালিক শুধু তাদের নয়। তারা হাত-ভরে দিতে শিখেছে। অনেক গুণী শিল্পীরাও এখন মানুষের সুখ-শান্তির কথা ভাবছে। মানুষের মুক্তির জন্য কনসার্ট করছে। মুক্ত-মনা মানুষের প্রসার ঘটছে....। আর তাই রবীন্দ্র-ভাবনায় সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে এখনো স্বপ্ন দেখি 'আমার মুক্তি আলোয়, আলোয় এই আকাশে ....'

'...আমি অবাক হয়ে শুনি!' 'আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে...!'

'আগুনের
          পরশমণি
                   ছোঁয়াও প্রাণে।
  এ জীবন
          পুণ্য করো
                   দহন-দানে।
  আমার এই
          দেহখানি
                   তুলে ধরো,
  তোমার ওই
          দেবালয়ের
                   প্রদীপ করো,
  নিশিদিন
          আলোক-শিখা
                   জ্বলুক গানে।
  আগুনের
          পরশমণি
                   ছোঁয়াও প্রাণে।
  আঁধারের
          গায়ে গায়ে
                   পরশ তব
  সারা রাত
          ফোটাক তারা
                   নব নব।
নয়নের
    দৃষ্টি হতে
            ঘুচবে কালো,
  যেখানে
          পড়বে সেথায়
                   দেখবে আলো,
  ব্যথা মোর
          উঠবে জ্বলে
                   ঊর্ধ্ব-পানে।
  আগুনের
          পরশমণি
                   ছোঁয়াও প্রাণে।'

 রবীন্দ্রনাথ ঠাকুর 
 'সুরুল, ১১ ভাদ্র, ১৩২১'
tagoreweb.in 

♥♪♥
শফিউল ইসলাম
কেমব্রিজ, ওন্টারিও, কানাডা
২০১৫ জানুয়ারী ১৮
PC: FB Sweet Quotes Archive




Saturday 17 January 2015

মীজান রহমান স্মৃতি সম্ভার ♥♪♥































































 মীজান রহমান স্মৃতি সম্ভার

 আকাশভরা সূর্য-তারা

Mizan Rahman Memoirs Archive 

♥♪♥ 

মীজান রহমান স্মৃতি সম্ভার

https://www.facebook.com/ShafSymphony/media_set?set=a.10152678631419503.771659502&type=3