Monday, 15 July 2013

Atlas Human-Powered Helicopter - AHS Sikorsky Prize Flight

মনুষ্যচালিত হেলিকপ্টার - এখন স্বপ্ন নয় বাস্তব
সাইমুম's picture

(প্রিয় টেক) চিন্তা করুন তো , আপনি যদি সাইকেলের মতো পা দিয়েই হেলিকপ্টার চালিয়ে ঢাকার জ্যামকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যাতায়াত করতে পারতেন তাহলে কেমন হতো। আমি শিওর আপনাদের চোখ কপালে উঠে গেছে। নিশ্চয় চিন্তা করছেন , “পাগল বলে কি !!! পা দিয়ে হেলিকপ্টার চালাবে?” জ্বি এই অসম্ভবকেই সম্ভব করে তুলেছে কানাডিয়ান একটি ইনজিনিয়ারিং গ্রুপ।
গত ১৩ জুনের টেস্ট ফ্লাইটে প্রথম আকাশে উড়ে মনুষ্যচালিত হেলিকপ্টার - অ্যাটলাস। আর এতেই সম্প্রতি এতদিনের অধরা সিকোরস্কি প্রাইজ জিতে নেয় এরোভেলো নামের ওই কানাডিয়ান গ্রুপটি।
a
গত ১৩ জুন এক টেস্ট ফ্লাইটে এরোভেলোর তৈরি অ্যাটলাস হেলিকপ্টারটি ৬৪.১১ সেকেন্ডের জন্য মাটি থেকে ৩.৩ মিটার উপরে প্রায় ৯.৮ মিটার চলতে সমর্থ হয়। আর এতেই সিকোরস্কি প্রাইজ জিতে নেয় এরোভেলো।
আমেরিকান হেলিকপ্টার সোসাইটি ১৯৮০ সালে প্রথম সিকোরস্কি পুরস্কার দেবার ঘোষণা দেয়। এই পুরস্কার জেতাকে এভিয়েশন দুনিয়ার সবচেয়ে কঠিন চ্যালঞ্জ হিসেবে ধরা হয় কারণ সিকোরস্কি পুরস্কার সেই সকল মনুষ্যচালিত হেলিকপ্টার নির্মাতাকে দেয়ার কথা যাদের তৈরি হেলিকপ্টার মাটি থেকে কমপক্ষে তিন মিটার উপরে ১ মিনিটের জন্য উড়তে সক্ষম হবে।আজ পর্যন্ত বহু কোম্পানি এই বিশাল ২লাখ ৫০ হাজার মার্কিন ডলারের প্রাইজমানি জেতার জন্য চেষ্টা চালিয়েছে কিন্তু কেউ সফল হয়নি। অবশেষে সিকোরস্কি প্রতিষ্ঠার ৩০ বছর পর প্রথমবারের মতো এরোভেলোই এই পুরস্কারটি জিতল।
গত বছর এরোভেলো কিকস্টার্টারের মাধ্যমে তাদের হেলিকপ্টারটির জন্য ৩৪ হাজার ডলারের ফান্ড সংগ্রহ করে।এই প্রতিযোগীতার অন্যান্য প্রতিযোগীও কিকস্টার্টার থেকেই তাদের ফান্ড সংগ্রহ করে।
তবে অ্যাটলাসের আকার দেখে আপনার কপাল কুঁচকে যেতে পারে।চিন্তার কোন কারণ নেই।কেবল তো শুরু। কয়েক বছরের মধ্যেই হয়ত আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার উপযোগী সম্পূর্ণ হিউম্যান পাওয়ার্ড হেলিকপ্টার পেয়ে যাব।
কেমন হবে তখন? আপনাদের মন্তব্য আমাদের জানান।
তথ্যসূত্রঃ ম্যাশেবল ,এরোভেলো

AeroVelo Officially Awarded AHS Sikorsky Prize!

Great news! The American Helicopter Society has officially declared AeroVelo winner of the Igor I. Sikorsky Human Powered Helicopter Competition. After a thorough and rigorous independent analysis of the flight data of June 13th 2013 12:43 EDT, the AHS Human-Powered Helicopter Committee concluded that indeed Atlas’ epic flight 1) exceeded 60 seconds duration, 2) exceeded 3m in height, and 3) remained within a 10m x 10m box.
Atlas at the peak of its historic flight on June 13th, 2013. (Photo courtesy of Martin Turner - Visiblize.com)
Atlas at the peak of its historic flight on June 13th, 2013. (Photo courtesy of Martin Turner – Visiblize.com)

We’re very excited for the world to learn about this exciting milestone in aviation history. At AeroVelo we hope to inspire people to take on great challenges and accomplish the impossible. We would like the public to understand that with innovative engineering and creative design we can find sustainable and environmentally conscious solutions to many of the technological challenges facing our generation.
This incredible flight was 64.11 seconds in duration (World Record for “Duration on Hover”), reached a 3.3m peak altitude, and drifted a maximum of 9.8m. The Atlas as flown on June 13th behaved very differently from the aircraft we first flew some 9 months ago, a result of many incremental improvements and changes. In 18 months this passionate team went from preliminary design to achieving what many considered impossible, taking down one of the most daunting aviation feats of the past century.
We have made available to the public the draft Draft FAI World Record Claim we will be submitting to the FAI (Fédération Aéronautique Internationale, or International Aeronautics Federation). The FAI is the international body which oversees all aviation records, and which certified the flight of the Snowbird Human-Powered Ornithopter in 2010. This document contains much of the evidence that we’ll be submitting for evaluation, as well as some other interesting data on the AHS Sikorsky Prize-winning flight. Enjoy!
We at AeroVelo would like to extend our heartfelt thanks and sincerest gratitude to the American Helicopter Society and to Sikorsky Aircraft for their vision in establishing and supporting this monumental challenge. By their backing, these two organizations have demonstrated a continuing commitment to innovation and to the education of the next generation of young engineers.
http://www.aerovelo.com/2013/07/11/aerovelo-officially-awarded-ahs-sikorsky-prize/
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=syJq10EQkog
http://tech.priyo.com/news/innovation/2013/07/15/11026helio.html
Atlas Human-Powered Helicopter - AHS Sikorsky Prize Flight

No comments:

Post a Comment