['আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ, আমার ক্ষতি স্বীকারের শক্তি' -- ড. আহমেদ শরীফ - দূর আকাশের তাঁরা ]
আমরা অন্ধ বিশ্বাসের বৃত্তে বন্দী ! এই গতানুতিক বিশ্বাস আমাদের সৃজনশীলতা ও বিকাশের পথে সবচে বড় বাধা | অনেকেই সৃষ্টিকে ভুলে, স্রষ্টার ভয়ে, স্বর্গের লোভে অনাবিল অপচয় করে চলেছি নিরন্তর | তাদের পরিবর্তে সৃষ্টিকর্তা সুকান্ত - নজরুল - রবীন্দ্রনাথ - গান্ধী - আইনস্টাইন কে কেন চীরজীবি করলেন ? সুকান্ত মাত্র ২০ বছর বেচেও চীরজীবি ! আর আমরা ? আমরা মানুষে মানুষে বিভেদ সৃষ্টিতে; জাত-পাত, সুখ-শান্তি বিভাজনে ও বস্তু প্রেমে ব্যস্ত |
'...মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই !' অন্তরের অন্তস্থলে থাকলেও তাঁকে খুঁজে ফিরি গির্জায়, মসজিদ ও মন্দিরে | সুযোগ পেলেই নিরীহ মানুষের সবকিছু লুটে-পুটে খাই | তাঁহার জন্য কারুকার্য খচিত স্বর্ণমন্দির চাই, সাত গম্বুজ মসজিদ চাই - এজন্য অর্থের কোনো অভাব নাই | তাঁকে নিয়ে ব্যবসা করতে বিন্দুমাত্র বিপত্তি নেই | সৃষ্টির সেবাতেই যত আপত্তি | কোরবানীর বাজারে গিয়ে দেখি মানুষ থেকে গরু/ছাগলের দাম বেশি | 'অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে ?'
শ্রী অনুকুল চন্দ্র ঠাকুর সহজ করে বলে গেছেন 'কর্মই ধর্ম' ! বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অমর বাণী শুনি - '...বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত; ওরে ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই....|' আরবীয়দের বর্বরতার সব কিছু জেনেও কয়েকটা আরবী শব্দ শিখে পুলকিত পন্ডিত হয়ে উঠেছি | পৃথিবীর কোন আরব দেশ মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতায় এগিয়ে ? তবে তৈলাক্ত অর্থনীতির প্রাচুর্য্যে তারা ভোগ বিলাসে অনেকের থেকে অনেক এগিয়ে |
'আমি যায় বঙ্গে, কপাল যায় সঙ্গে |' বনফুলের একটা ছোট গল্প আমাদের জীবনকে ছুঁয়ে যায় | শুনবেন ? আমাদের বাঙ্গালী চরিত্র-কে বনফুল চমৎকারভাবে ফুটিয়েছেন এইভাবে:
"নিমাই বলাই দুই ভাই, দুজনের মিল গলায় গলায় |
একদিন নিমাই লটারী জিতলো, তখন বলাই বাহুল্য |"
প্রয়োজন ফুরালে আমরা পরম বন্ধুকেও বাহুল্য ভেবে ফেলি |
কতো হাফেজ, পীর, ব্রাম্মন, প্রিস্ট সৃষ্টিকে ভুলে, স্রষ্টার ভয়ে, স্বর্গের লোভে মৃত্যুবরণ করবেন | মৃত্যুন্জয়ী কারা ? দূর আকাশের তাঁরা - আল্লাহ রাখা, প্রীতিলতা, জগদীশ, .... | সৃষ্টিকর্তা অপচয়কারীদের অপছন্দ করেন | আমরা কি সময় সচেতন ? আমরা কি সৃজনশীল ? আমরা কি সৃষ্টিকে ভালোবেসেছি / সেবা করেছি ? সুন্দর আগামীর প্রত্যাশায়, অন্ধবিশ্বাসের বৃত্ত ভেঙ্গে নোতুনের যাত্রাপথ উন্মুক্ত করতে চাই? মুক্ত মন চাই | আলোকিত অন্তর্দৃষ্টি চাই | আসুন আলোর দিশারী রবীন্দ্র ভাবনায় ফিরে তাকাই - 'আমি কেবলি স্বপনো করেছি বপনো....|'
(♥♪♥)
-- শফিউল ইসলাম
2♥11 Jun 26 :: কানাডা ♫ ♥ ♪ ♫ ♪
http://life2love.weebly.com
- 1 share
Nilanjana Nila একেবারে আমার মনের কথা...এই প্রশ্ন আমারও...সত্যিই অসাধারণ...এমন লেখা আরোও চাই শফিউল ভাই...
June 26, 2011 at 5:53pm · · 1
Shafiul Islam অনুপম শুভেচ্ছা মুক্তমনা নীলাঞ্জনা ! প্রেরণা পেলাম । প্রত্যয় ও প্রতিশ্রুতি রইলো - লিখবো... ! (♥♪♥)
June 26, 2011 at 6:45pm · · 1
No comments:
Post a Comment