সমৃদ্ধ বাংলাদেশ
এ,টি,এম, শরিফুল ইসলাম
(যাঁদের রক্তের ঋণে আমাদের স্বপ্নের দেশ বাংলাদেশ, কবিতাটি তাঁদের সবার প্রতি উৎসর্গীকৃত)
আমরা যারা এক, একক, একমাত্র
সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি তারা সবাই জানি,
এ মহাবিশ্বের একচ্ছত্র মালিকানা তাঁর।
আর আপেক্ষিক মালিকানায়
এ মহাবিশ্ব আমার, আমাদের সবার।
তাই,
জন্মসূত্রে
আমার ঋণ, আমাদের সবার ঋণ-
বাংলাদেশ।
আমার দেশ, আমাদের সবার দেশ-
বাংলাদেশ।
৫২ থেকে ৭১,
বাংলা মায়ের
প্রায় সকল জাতীয় দেশপ্রেমিক বুদ্ধিজীবী, দার্শনিক ও পথ প্রদর্শকদের হত্যা
আর আমাদের দেশমাতাকে চিরতরে ধ্বংসের হীন ষড়যন্ত্রের প্রহর।
আমরা তখন অনেক ছোটো,
আজ আমরা বড় হয়েছি,
বুঝতে শিখেছি ২ আর ২ এ কোনক্রমেই পাঁচ হয় না,
৪ হয়।
আমার বাংলা মা,
আমাদের বাংলা মা ভয়ানক অসুস্থ, স্যালাইন চলছে;
মায়ের নিঃশ্বাসের বাতাসে আর্সেনিক,
শবদেহের সংরক্ষক ফরমালিন সহ অসংখ্য নেতিবাচক রাসায়নিক কবিতা
এখন তাঁর জীবিত শিরা-ধমনীগুলোর বাধ্যতামূলক নিত্য খাদ্য।
অসুস্থ মায়ের কোলে,
অসুস্থ মায়ের বোলে,
আমাদের সুস্থতা এবং সুস্থতার ভান,
সম্পূর্ণ অর্থহীন।
বিশ্বাস করি, করতে চাই
যে যার মত যারপরনাই চেষ্টা করছে,
করছি ......
আমাদের আপাত বিষণ্ণ লাস্যময়ী মাকে সূর্যস্নানে সুস্থ করার।
স্রষ্টার ব্যাকরণে সমর্পিত হয়ে,
সবার প্রচেষ্টায় শ্রদ্ধা রেখে,
আসুন সবাই মিলে,
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে
অনিন্দ্যসুন্দর প্রত্যয়ে
আমাদের অভিমানক্লিষ্ট মাকে সমানুভূতির বাতাবরণে
সুস্থ, সুন্দর সদা হাস্যময়ী করে তুলি।
যার কাছে যা কিছু আছে
তা নিয়েই গড়ে তুলি,
বিনির্মাণের সর্বশ্রেষ্ঠ প্রয়াসে
একটি অনুপম
সুখী সুন্দর
সমৃদ্ধ বাংলাদেশ।
Dr. A T M Shariful Islam :: Fukuoka, Japan :: 2012 Feb 27
No comments:
Post a Comment