Sunday, 19 February 2012

বিশ্ববরেণ্য মনীষীর জীবনী (♥♪♥)

by Shafiul Islam on Saturday, November 6, 2010 at 10:01pm ·
জীবনের গল্প 015 :: বিশ্ববরেণ্য মনীষীর জীবনী 
লিখেছেন Shafiul Islam
Friday, 05 November 2010

উৎসর্গঃ সৃস্টির সেবক, জ্ঞানসাধক অতীশ দীপঙ্কর, ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর ও রেডিও আবিস্কারক স্যার জগদীশ চন্দ্র বসু - যাঁরা আজ আমাদের দূর আকাশের তাঁরা!

মাইকেল হার্টের 'বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনী' বইটিতে বেশ কয়েকজন বরেণ্য বাঙ্গালী মনীষীর জীবনী স্হান পেয়েছে। এদের মাঝে রয়েছেন স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, জগদীশ চন্দ্র বসু, সত্যজিত্ রায় ও কাজী নজরুল ইসলাম প্রমুখ।
'বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনী' তালিকার প্রথম দশজন:
  • 01 বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)
  • 02 হযরত ইছা (আঃ)
  • 03 আলবার্ট আইনস্টাইন
  • 04 ক্রিস্টোফার কলম্বাস
  • 05 গৌতম বুদ্ধ
  • 06 স্যার আইজাক নিউটন
  • 07 উইলিয়াম শেক্সপীয়র
  • 08 হযরত মুসা
  • 09 শ্রীরামকৃষ্ণ
  • 10 শ্রীচৈতন্য

Michael H. Hart এর 'The 100: A Ranking of The Most Influential Persons in History' বইটির বাংলা অনুবাদ ও সম্পাদনা করেছেন জেনারেল আকবর হোসেন খান। প্রকাশকঃ চৌধুরী এন্ড সন্স, ঢাকা। প্রকাশকালঃ এপ্রিল 2004। পৃষ্ঠাঃ 354। মূল্যঃ 150 টাকা।
লেখক ও অনুবাদকের কোন পরিচিতি, ভূমিকা বা মূল্যায়ন ছাড়াই বইটি ছাপা হয়েছে! লেখক, অনুবাদক, ও প্রকাশককে অনেক ধন্যবাদ এমন একটি সুন্দর বই উপহার দেবার জন্য। যাঁরা জীবনের দিকনির্দেশনা চান, যাঁরা কৃতজ্ঞ, পৃথিবীতে কিছু দিয়ে যেতে চান তাঁরা এই একশ মনীষীর জীবনী থেকে অনেক কিছুই আশা করতে পারেন।
জীবনকে গড়তে চাই।
তাই জীবনের জয়গান গেয়ে যাই।

ছোটবেলার সেই ছড়া কবিতা মনে আছে?
"আমাদের দেশে হবে সেই ছেলে কবে?
কথায় না বড় হয়ে, কাজে বড় হবে!"
ছোটবেলার সেই স্বপ্ন নিয়ে আজ আমরা অনেকেই হয়েছি বহুমুখী জোতির্ময়। এই আমরাই আমাদের কাছের মানুষের কাছে হয়ে যাচ্ছি দূর আকাশের তাঁরা।
এরকম একজন দূর আকাশের তাঁরা ডঃ ফজলুর রহমান খান (1929-1982)। তাঁর ঠিকানাঃ www.fazlurrkhan.com। দেখুন এই বিশ্ববরেণ্য প্রতিভার প্রতি বিশ্ববাসী কত কৃতজ্ঞ! আর আমরা? 1960-70 দশকের এই বঙ্গবীরের আকাশ ছোঁয়ার অভিলাষ আপনাকে আলোড়িত করবে। শিকাগোতে তাঁর সম্মানে ভাস্কর্য স্থাপন ও রাস্তার নামকরণ করা হয়েছে Fazlur R. Khan Way.

শফিউল ইসলাম 
ইমেইল: shafiul_i@yahoo.com :: ওয়েবঃ www.textek.weebly.com
Hawkesbury :: Ontario :: Canada :: 20060922 :: www.linkedin.com/in/shafiul2009
Originally published at www.biggani.org on Sep 22/2006
www.biggani.org>হোম> বই আলোচনা>  জীবনের গল্প 015 :: বিশ্ববরেণ্য মনীষীর জীবনী
http://biggani.com/content/view/1452/149/

No comments:

Post a Comment