Sunday 9 February 2014

বাহারি বিড়ম্বনার বাঁধন ♥♪♥

February 9, 2014 at 10:32pm
[উত্সর্গ: হারিয়ে যাওয়া সেই দিনগুলি ....]

বাহারের সাথে আহার ♥♪♥

আশির দশকের কথা| আজিমপুরের বাসায় এক সন্ধ্যায় আমরা মেঝেতে পাটি পেড়ে খেতে বসেছি| খাবারের আসরে বাহারের উপস্থিত কৌতুকগুলোর বাড়তি আনন্দ স্বাদ পেতাম| সেসময় আমরা সবাই আমাদের প্রেমের গল্পগুলো শেয়ার করতাম! এক প্রেমিকা লিখেছে, 'আমাদের মেয়ে হলে নাম রাখবো সুস্মিতা (মিস্টি হাসি); ছেলে হলে বাঁধন|' আমার এক বন্ধু এই গল্প শুনে তার ছেলের নাম রেখেছে বাঁধন| আর এক বন্ধু প্রশ্ন করলো, 'আমার বন্ধুতো তার ছেলের নাম রেখেছে বাঁধন; - বাহার, তোমার ছেলে হলে কি নাম রাখবে?' বাহার বললো আমরা ছোটো-খাটো মানুষ| আমাদের অতো সাধ-আহ্লাদ নেই| নামটা আর একটু ছেটে ছোট্টো করবো| 'বা'-টা  না হয় কেটে দেবো! আমরা হাসতে হাসতে পেটে খিল| এই ছিল আমাদের কিশোরবেলার মধুময় এইসব দিনরাত্রির এক চিলতে স্মৃতি| বাহার হয়তো ভাগ্যবান| সৃস্টিকর্তা হয়তো বাহারের কৌতুকটা শুনে ফেলেছিলেন| বিড়ম্বনা এড়ানোর জন্যই বোধহয় ওর কপালে ছেলের অনুমোদন হয়নি|
♥♪♥
শফিউল ইসলাম 
কানাডা 
২০১৪ ফেব্রুয়ারী ০৯




বাহার
বাহার
বাহার
বাহার

শফিকুল ইসলাম বাহার
অল্প স্বল্প গল্প 

No comments:

Post a Comment