Monday, 23 December 2013

সার্থক জনম আমার ♥♪♥

সার্থক জনম আমার - Sarthok Janam Amar

    


Published on Dec 23, 2013
কথা ও সুরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
কন্ঠঃ ফারহানা শান্তা
সঙ্গীত পরিচালনায়ঃ দুর্বাদল চট্টোপাধ্যায়
এলবামঃ সার্থক জনম (২০১৩)
গানটির রচনাকালঃ ১৯০৫
----------------------------------------­--------
সার্থক জনম আমার জন্মেছি এই দেশে ।
সার্থক জনম, মা গো, তোমায় ভালোবেসে ।।
জানি নে তোর ধনরতন আছে কি না রানীর মতন,
শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে ।।
কোন্ বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল,
কোন্ গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে ।
আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়াল,
ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে ।।

No comments:

Post a Comment