যাঁকে কখনো দেখিনি, সে থাকে অন্তরে নিরন্তর।
যাকে দেখেও দেখিনে, সে থাকে অন্তরালে অবান্তর!
সে আছে-কী-নেই, তবু তাঁর জন্য হৃদয় আকুল।
তোর কিছুই নেই; তবু তোর জন্য হইনা ব্যাকুল!
প্রত্যয় ও প্রতিশ্রুতি ছিল, শোষণ-মুক্ত সমাজ গড়ার;
এই 'সোনার বাংলা'য়, তোর-আমার সমান অধিকার!
প্রয়োজন নেই, তবু তাঁকে দিই হাত-ভরে;
তোর বেশী প্রয়োজন; তোর কথা ভাববো পরে!
হয়তো আবার বছর-পাঁচেক পরে...;
যখন তোর ভোটের খুব দরকার হবে।
সেসময় রাজা-প্রজা, তুই-আমি সব একাকার!
তারপর দরকার আমার সুবিধালোভী নিরাকার চাটুকার...!
এখন দরকার দূর-পরবাসী 'শেখ রেহানা'র সরকারি বাড়ি!
চাওয়া-পাওয়ার সীমানা পেরিয়ে...
নি:শ্ব হয়েও, তুইতো বেশ ভালোই আছিস!
মাঝে-মাঝে, কাজের-ফাঁকে, তোর কথা ভাববো রাত্রি-দিন...
হয়তোবা কোনো এক অলস-দুপুরে, ক্লান্ত অবসরে... কিম্বা;
কোনো এক বলাই-বাহুল্য 'মা' দিবসে...!
যে মা... কখনো 'মা দিবসে'র শুভেচ্ছা পায়নি!
♥♪♥
শফিউল ইসলাম
২০১৪ মে ১১
ক্যানাডা
No comments:
Post a Comment