নাজনীন সীমন ♥♪♥ Naznin Seamon
আড়মোড়া দিয়ে জেগে ওঠেন সৌখিন ঘুমন্ত বিবেক,
রোদ মাখা বিকেলে আসেন তিনি আমাদের পাড়ায়
বসেন উঠোনের একপাশে আয়েশী চেয়ারে;
ধোঁয়া ওঠা চায়ের চুমুকে ঝেড়ে ফেলে ভাতঘুমের
তাবদ জড়তা, আকর্ণ প্রশান্তির হাসি ছড়িয়ে বিক্ষুব্ধ বাতাসে
দিনের ম্রিয়মান আলো দু’ মুঠোয় ধরে চুপিসারে রেখে দেন
চটের ঝোলায়। অন্ধকারে ভরে ওঠে যখন দিগন্ত আমাদের
চেনা ডুগডুগিতে ওঠান তিনি ভিন্ন তাল
ভাঙা শিশি বোতলে কটকটির প্রিয় সুখটুকুও অবলীলায় আত্নসাৎ
করে নেন নিজস্ব বয়ানে। তারপর আবার শীতনিদ্রায় যান
বিবেকের নতুন সংস্করণের প্রত্যাশায়— মধ্যবর্তী সময়ে যদিও
মুখ থুবড়ে পড়েন নান্দনিক যতো আকাঙ্ক্ষা এবং
বিপর্যস্ত হন মুক্তচিন্তার নিবিষ্ট চারণভূমি, তথাপি তিনি
তোয়াক্কাহীন ঘুমিয়ে থাকেন ভ্রান্তিবিলাস উপহার দিয়ে...
রোদ মাখা বিকেলে আসেন তিনি আমাদের পাড়ায়
বসেন উঠোনের একপাশে আয়েশী চেয়ারে;
ধোঁয়া ওঠা চায়ের চুমুকে ঝেড়ে ফেলে ভাতঘুমের
তাবদ জড়তা, আকর্ণ প্রশান্তির হাসি ছড়িয়ে বিক্ষুব্ধ বাতাসে
দিনের ম্রিয়মান আলো দু’ মুঠোয় ধরে চুপিসারে রেখে দেন
চটের ঝোলায়। অন্ধকারে ভরে ওঠে যখন দিগন্ত আমাদের
চেনা ডুগডুগিতে ওঠান তিনি ভিন্ন তাল
ভাঙা শিশি বোতলে কটকটির প্রিয় সুখটুকুও অবলীলায় আত্নসাৎ
করে নেন নিজস্ব বয়ানে। তারপর আবার শীতনিদ্রায় যান
বিবেকের নতুন সংস্করণের প্রত্যাশায়— মধ্যবর্তী সময়ে যদিও
মুখ থুবড়ে পড়েন নান্দনিক যতো আকাঙ্ক্ষা এবং
বিপর্যস্ত হন মুক্তচিন্তার নিবিষ্ট চারণভূমি, তথাপি তিনি
তোয়াক্কাহীন ঘুমিয়ে থাকেন ভ্রান্তিবিলাস উপহার দিয়ে...
নাজনীন সীমন ♥♪♥ Naznin Seamon
২০১৪ মে ১০
নিউ ইয়র্ক
No comments:
Post a Comment