Shafiul Islam shared a link.
'সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল ....' ♥♪♥
কল্যাণী কাজীর সাক্ষাৎকার নিয়েছেন বিবিসি বাংলার মানসী বড়ুয়া।
কল্যাণী কাজীর সাক্ষাৎকার নিয়েছেন বিবিসি বাংলার মানসী বড়ুয়া।
Courtesy of: http://www.bbc.co.uk/bengali/multimedia/2014/04/140409_big_int_kalyani_kazi.shtml
এ সপ্তাহের সাক্ষাৎকার: কল্যাণী কাজী
সর্বশেষ আপডেট বুধবার, 9 এপ্রিল, 2014 15:01 GMT 21:01 বাংলাদেশ সময়
মেডিয়া প্লেয়ার
এ সপ্তাহের সাক্ষাৎকারে এই পর্বের অতিথি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ছোট পুত্রবধূ কল্যাণী কাজী।
নব্বই ছুঁই ছুঁই কল্যাণী কাজী বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেন ছোটবেলা থেকেই তিনি ছিলেন কাজী নজরুল ইসলামের গুণমুগ্ধ- বড় হয়েছেন তাঁর কবিতা পড়ে- প্রভাত ফেরিতে তাঁর লেখা উদ্দীপন সঙ্গীত গেয়ে।
তখন কোনোদিনও স্বপ্নেও ভাবেন নি কবির ছোট ছেলে প্রখ্যাত গিটারবাদক কাজী অনিরুদ্ধর সঙ্গে বিবাহবন্ধনে তিনি আবদ্ধ হবেন।
১৫/১৬ বছর বয়সে ভারতের বিহার রাজ্যে রাঁচী বেড়াতে গিয়ে আকস্মিকভাবে কাজী অনিরুদ্ধর সঙ্গে পরিচয়, তারপর প্রণয় ও বিয়ে।
বিয়ের আগেই কবিকে প্রথম দেখার অভিজ্ঞতা ছিল স্বপ্নের মত- কিন্তু কবি তখন বাক্রুদ্ধ।
কল্যাণী কাজী বলছিলেন নজরুল ইসলামের স্ত্রী প্রমীলা নজরুল ইসলাম না থাকলে তখনকার রক্ষণশীল সমাজে কাজী অনিরুদ্ধর সঙ্গে তাঁর বিয়ে হত কীনা সন্দেহ।
১৮ বছর বয়সে পুত্রবধূ হয়ে ওই সংসারে ঢোকার পর খুব কাছ থেকে দেখেছেন কাজী নজরুল ইসলামকে।
অসুস্থতার মধ্যেও গান কবিকে কীভাবে টানত তার স্মৃতিচারণ করেছেন কল্যাণী কাজী।
রবীন্দ্রনাথের সঙ্গে নজরুলের ঘনিষ্ট সম্পর্ক নিয়ে রবি পরিক্রমা লিখছেন তিনি। পরিবারের সদস্যদের কাছ থেকে দেখার অভিজ্ঞতা নিয়ে তাঁর 'অন্তরঙ্গ' সিরিজের শেষ বই 'অন্তরঙ্গ নজরুল' লেখার ইচ্ছা রয়েছে কল্যাণী কাজীর।
পশ্চিমবঙ্গে একটা সময় ছিল যখন কাজী নজরুল ইসলামের গান নিয়ে মানুষের ছিল প্রবল উৎসাহ বলছিলেন তিনি, কিন্তু এরপর বিভিন্ন কারণে পশ্চিমবঙ্গে নজরুল সঙ্গীতের প্রচার ও প্রসার হয়নি।
বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার একটি নজরুল অ্যাকাডেমি তৈরি করেছেন এবং হয়েছে একটি নজরুল তীর্থ। তবে তাঁর কথায় এখনও রয়ে গেছে উপযুক্ত শিক্ষকের অভাব।
কল্যাণী কাজী আশা করছেন এগুলোর মাধ্যমে পশ্চিমবঙ্গে নজরুল চর্চ্চা আগামীতে আবার জনপ্রিয় হবে।
কল্যাণী কাজীর সাক্ষাৎকার নিয়েছেন বিবিসি বাংলার মানসী বড়ুয়া।
No comments:
Post a Comment