Friday 18 April 2014

সংবাদ-সংযোগে দুরদর্শীতার রুপরেখা ♥♪♥

~ শফিউল ইসলাম

[উত্‍র্গ: সত্য-অনুসন্ধানে যিনি আজও নিখোজ - জহির রায়হান - যিনি হয়তো আজ দূর আকাশের তাঁরা]

বি.বি.সি. - বাংলার একটা চমত্‍কার তথ্য-সংবাদ-চিত্র। বিশাল একটা প্রেক্ষাপট - মাত্র ২ মিনিটে পরিবেশন করেছেন মানসী বড়ুয়া। দেখুন সংবাদ-সংযোগে মাল্টি-মিডিয়ার ব্যবহার ও সত্য প্রকাশের একান্ত একাগ্রতা। প্রাসঙ্গিক গবেষণা, তথ্য ও ত্‍স - সবকিছুর সুন্দর সমন্বয়। সব মিলিয়ে এটি একটি অনন্য প্রতিবেদন। কী অপূর্ব শিক্ষনীয়, বহুমুখী-বিশ্লেষণ। আশা-প্রত্যাশা, সংকট-সুযোগ ও সুদূরপ্রসারী বাস্তবতার চিত্রপট।

মাত্র ২ মিনিটে জেনেছি, শিখেছি ও ভেবেছি। এত ভালো লেগেছে যে - আবার শুনেছি, দেখেছি, জেনেছি, শিখেছি ও ভেবেছি। যেটা আমি অনেক সংবাদ-মাধ্যমে এমনভাবে পাইনি। আর পেলেও প্রশ্ন জেগেছে - উদ্দেশ্যপ্রণোদিত কিনা?

একারণেই বুঝি সত্য খবরের খোঁজে বি.বি.সি.'র বিশ্বাসযোগ্যতা বেশ উল্লেখযোগ্য। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বি.বি.সি.'র জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার শেকড় অনেক গভীরে। এমনকি গ্রাম-গঞ্জের মানুষকে দেখেছি মুক্তি-যুদ্ধের সময় বি.বি.সি.'র সংবাদ অনেক বেশি শুনেছে ও বিশ্বাস করেছে। কেন? প্রত্যয়। প্রুতিশ্রুতি। একাগ্রতা। দুরদর্শীতা। মূল্যবোধ।

নীচের  লিংক-টা  ক্লিক করুন। দেখুন প্রতিশ্রুতিশীল ও দূরদর্শী সাংবাদিকতার অনবদ্য প্রতিবেদন:

http://www.bbc.co.uk/bengali/multimedia/2014/04/140410_mb_india_elex_data_viz.shtml

কৃতজ্ঞতা: বি.বি.সি. - বাংলা।

♥♪♥
শফিউল ইসলাম
ক্যানাডা
২০১৪ এপ্রিল ১৮

সৌজন্যে: Vision Creates Value: http://visioncreatesvalue.blogspot.ca/2014/04/blog-post_18.html


মানসী বড়ুয়া ♥♪♥ বি.বি.সি. - বাংলা

No comments:

Post a Comment