Tuesday 1 April 2014

স্বাধীনতার কাছে চাওয়া ♥♪♥


  নূরুন্ নাহার
[উত্সর্গ: বাংলাদেশ-কে]

স্বাধীনতা তুমি এসেছো বলে-
তোমার কাছে চাওয়া।
একটু ভালোবাসা আর-
আনন্দ গান গাওয়া।

আমরা আর চাইনে দেখতে-
রক্ত রক্ত খেলা!
আমরা চাই সারাদিন জুড়ে-
হাসি - খুশি মাখা বেলা।

কাঁদার দিন দিতে চাই শেষ করে।
আনন্দের যত নূপুর পায়ে পরে।

নাচতে চাই ঝুমুরের তালে তালে।
ভাসতে চাই বাতাস দোলা পালে।

তুমি কি পারবেনা মিটাতে-
আমাদের এতটুকু  আশা?
মুখ উঁচু করে বলবো শুধু-
আমার ভালোবাসার বাংলাদেশ-
আমার বাংলা ভাষা।


নূরুন্ নাহার :: Nurun Nahar 

১ এপ্রিল ২০১৪

No comments:

Post a Comment