Monday 10 March 2014

তুমি নেই, তবু তুমি আছো ♥♪♥

নূরুন্ নাহার


   (নাট্যগুরু মুস্তাফা কামাল বুলু স্মরণে)

তুমি নেই, তবু তুমি আছো।
অনেকগুলো বসন্তকে সাক্ষী রেখে চলে গেছো।

এই ফাগুন দিনে তুমি নেই।
তবু তুমি আছো এইতো সেই।

তুমি আছো শিমুল ফোটা ডালে।
পলাশের আগুন রাঙা গালে।

তুমি আছো দিঘি ভরা শাপলা, কলমি ফুলে।
তুমি আছো  কুমারের দু’পাড়ের কূলে।
                                              
তুমি আছো বাতাস দোলা ধানের শিষে।
তুমি আছো মাটির মৌ মৌ গন্ধে মিশে।
                                              
নাগরিক কমিটিতে আছে-
তোমার থোকা থোকা ভালোবাসা।
পাবলিক লাইব্রেরিতে আলোচিত হচ্ছে-
তোমার নন্দন কুমারের ভাষা।
                                
সাংস্কৃতিক সকল সংঘে সংঘে-
ঝুলছে তোমার অভিনন্দনের ব্যানার।
এইতো সময়  তোমাকে-
আবার নতুন করে চেনার।
                              
তোমার নাট্য মঞ্চের-
অসমাপ্ত ইচ্ছেগুলো নিয়ে গাঁথছে মালা-
উদীচী, শিল্পকলা, দিবালোক, শৈলবালা।
                                             
তুমি নেই,  তবু তুমি আছো-
আমাদের কাছে,  জীবন নাটকের নতুন নতুন সাজে।
তুমি নেই, তবু তুমি আছো-
আমাদের মনের মাঝে, সকল কাজে



১০ মার্চ ২০১৪



নূরুন্ নাহার :: Nurun Nahar
কবিতা 


No comments:

Post a Comment