Saturday, 1 February 2014

আমাকে ডাকে ♥♪♥

নূরুন্ নাহার
[উত্সর্গ: প্রকৃতি-কে]      

আকাশ আমাকে ডাকে,
মেঠো পথের বাঁকে।
বাতাস আমাকে ডাকে,
কলমি দোলা ফাঁকে।
চাঁদ আমাকে ডাকে,
জোছনা ঝরা হাতে।
তারা আমাকে ডাকে,
সন্ধ্যা ভরা রাতে।
সূর্য আমাকে ডাকে,
রোদের নূপুর পরে।
পাখি আমাকে ডাকে,
কিচির মিচির ভোরে।
নদী আমাকে ডাকে,
দুকূল ছাপা কূলে।
সবুজ আমাকে ডাকে,

দূর বনের ঐ ফুলে।


নূরুন্ নাহার :: Nurun Nahar
2014 February 01

No comments:

Post a Comment