Monday, 3 February 2014

মজুর ♥♪♥ হুজুর


মজুর ♥♪♥ হুজুর

February 3, 2014 at 1:56pm
অল্প সল্প গল্প ১
মজুর ♥♪♥ হুজুর
[উত্‍সর্গ - আরজ আলী মাতুব্বর]

একজন মজুর পরিশ্রম করে তার ও আমাদের অর্থনীতি সচল রাখে;
একজন হুজুর পরজীবি প্রাণী! মানুষের লোভ-লালসা-ই তার একমাত্র সম্বল!
একজন মজুর তার দেশ, মাটি, মানুষ ও মাতৃভূমি-কে ভালোবাসে;
একজন হুজুর দয়া ও দোয়া করে মানুষের বিভ্রান্ত করতে ভালোবাসে!
একজন মজুর দূরদর্শী - তাই গাছ লাগায়;
একজন হুজুর গাছ, মানুষ ও পশু নিধন করে!
দেশ, মাটি, মানুষ ও মাতৃভূমি'র জন্য কাকে বেশী প্রয়োজন?
একজন হুজুর? অথবা একজন মজুর?

♥♪♥
শফিউল ইসলাম
কানাডা
২০১৪ ফেব্রুয়ারী ০৩
আরজ আলী মাতুব্বর
আরজ আলী মাতুব্বর

আরজ আলী মাতুব্বর
আরজ আলী মাতুব্বর

'সপ্ন দিয়ে তৈরি সে যে ....'
'সপ্ন দিয়ে তৈরি সে যে ....'

1 comment:

  1. দেখতে চাও দেশ প্রেমের বাহার!
    সরকার, স্বৈরাচার ও রাজাকার,
    ওরা মিলে-মিশে সব একাকার!

    ReplyDelete