Saturday 5 July 2014

শিল্প-বিপ্লব ও শিল্পকলা ♥♪♥

[উত্সর্গ: কৌতুক-শিল্প জগতের ধ্রুব-তারা চার্লি চ্যাপলিন ও কথাশিল্পী তৃপ্তি মিত্র-কে]

আশির দশকের কথা। কৈশোর ও যৌবনের সন্ধিক্ষণে তেজগাঁও শিল্প এলাকার টেক্সটাইল কলেজে পড়ি। প্রচুর বই পড়ার অভ্যাস। রম্য-রচনা ও কৌতুকের বইগুলো পড়ে ভীষণ আনন্দ পেতাম। শচীন ভৌমিকের একটি জনপ্রিয় বই - 'ফর এডাল্টস অনলি'। লেখকের পর্যবেক্ষণ ও পর্যালোচনা অসাধারণ। বইটির এক অংশে শচীন ভৌমিক-কে জিজ্ঞেস করা হয়েছে ....

':--- আচ্ছা বলুনতো শচীন'দা, পৃথিবীর কোথায় সবচেয়ে বেশী শিল্প-বিপ্লব হয়েছে?'
':--- শচীন'দার সহজ-সরল উত্তর: নারী-দেহে!'
':--- কেমন?'
':--- যেমন সেখানে পাবেন:
  • বেবী ফ্যাক্টরী,
  • মিল্ক ফ্যাক্টরী,
  • ফাইবার ফ্যাক্টরী,
  • কম্ব ফ্যাক্টরী,
  • ফার্টিলাইজার ফ্যাক্টরী,
  • ....!'
':--- একসাথে এর চেয়ে বেশী শিল্প-বিপ্লব পৃথিবীর আর কোথাও হয়েছে কী?'

একটু ভেবে দেখুন আমাদের নিজেদের দেহের অভ্যন্তরে অগোচরে যে কার্যক্রম চলছে তা রীতিমত বিশ্বয়কর পরিশীলিত শিল্পকর্ম! ১৮২০-৩০ সালের দিকে ইউরোপে শিল্প-বিপ্লবের সূচনা। চলুন একটু ফিরে তাকাই সে সময় কিম্বা তারও আরো অনেক আগে.... আমার প্রিয় একটি পেইন্টিং। শিল্প-বিপ্লবের সময়ে ১৮৮০ সালে এক ফরাসী শিল্পীর ক্যানভাসে আঁকা অপূর্ব শিল্পকলা 'দ্য স্টর্ম' - আশা করি আপনাদের ভালো লাগবে - মনোজগতে সৃজনশীলতার শৈল্পিক 'ঝড়' তুলবে।

♥♪♥
শফিউল ইসলাম
কেমব্রিজ, ওন্টারিও, ক্যানাডা
রচনা ও প্রকাশকাল: ২০১৪ জুন ২৪
শেষ সম্পাদনা: ২০১৪ জুলাই ১২

সৌজন্যে:
Life2Love
ShafSymphony
Vision Creates Value

'The Storm' by French artist Pierre Auguste Cot, painted in 1880.

No comments:

Post a Comment