Sunday 22 June 2014

দেশ-প্রদেশের কল্পকথা ♥♪♥

[উত্সর্গ: কৌতুক-শিল্প জগতের ধ্রুব-তারা চার্লি চ্যাপলিন-কে]

রম্য-রচনা ও কৌতুক আমার বেশ প্রিয়। অজানা-কে জানার আনন্দে বই পড়ি। দেশ-প্রদেশ পরিভ্রমন করতে নোতুন নোতুন বই খুঁজি। সেসূত্রে নীলক্ষেতে বইয়ের দোকানগুলাতে আমাদের অনাবিল আনাগোনা ছিল। একদিন এক দোকানদার কাগজে মোড়ানো এক প্যাকেট ধরিয়ে দিয়ে বললেন, - 'এটা আপনার জন্য।'

শচীন ভৌমিকের কৌতুকের বই: 'ফর এডাল্টস অনলি'। আমি যেন বিব্রত না হই তাই ওই কাগজে মোড়ানো। কোলকাতা থেকে প্রকাশিত। তাই মূল্য আড়াই গুণ। যাই হোক, বইটি পড়ে মনে হয়েছে শচীন ভৌমিকের পর্যবেক্ষণ ও পর্যালোচনার শৈল্পিক ছোঁয়ায়  অনুগল্পগুলো এক ভিন্ন-মাত্রা পেয়েছে। বইটি পড়েছি আশির দশকে। এখনো আমার তিনটে গল্প মনে আছে।

শুনুন তাহলে এক মজার গল্প।
':--- মানুষের শরীরের বিভিন্ন অংশকে 'দেশ' বলা হয়। যেমন, বক্ষ-দেশ, কোটি-দেশ, সম্মুখ-দেশ, পৃষ্ঠ-দেশ, পশ্চাত-দেশ, ... বলা হয়। আচ্ছা শচীন'দা, খেয়াল করে দেখেছেন - একটা অংশকে 'প্রদেশ' বলা হচ্ছে: নিতম্ব-প্রদেশ। কেন?'
':--- শচীন'দার সাদা-সিধে উত্তর। ইহা দুই-ভাগে বিভক্ত বলিয়া ...!'

প্রিয় পাঠক, একটানা-একঘেয়ে কোনো কিছু থেকে নিস্কৃতি পেতে, মস্তিস্ককে চাঙ্গা করতে মাঝে মাঝে অল্প-স্বল্প কৌতুক কিম্বা সঙ্গীত উপভোগ করুন। এতে করে পুরনো চিন্তা-ধারার চক্র থেকে বের হয়ে নোতুন আঙ্গিকে ভাববার সুযোগ পাবেন। এই স্বল্প-বিরতি অনেক সময় কঠিন কোনো সমস্যা সমাধানে সহজেই ভিন্ন-ধারার চিন্তা-চেতনার সমাবেশ ঘটাতে সহায়ক হবে।  

♥♪♥
শফিউল ইসলাম
কেমব্রিজ, ওন্টারিও, ক্যানাডা
২০১৪ জুন ২২

সৌজন্যে:
Life2Love
ShafSymphony
Vision Creates Value

1000 Islands ♥♪♥ Kingston, Canada ♥♪♥ 2009 August

No comments:

Post a Comment