কলিম শরাফী সম্পূর্ণ নাম মাখদুমজাদা শাহ সৈয়দ কলিম আহমেদ শরাফী (মে ৮, ১৯২৪ - নভেম্বর ২, ২০১০) বাংলাদেশের একজন স্বনামধন্য রবীন্দ্র সঙ্গীত শিল্পী, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। দেশাত্মবোধক গানের ক্ষেত্রেও তাঁর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এর বাইরে তিনি ছয় দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে ...
প্রবীণ রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও সংস্কৃতিসেবী কলিম শরাফীঃ মানবজীবনের সংগ্রামটা যেন অনেকটা নদীজীবনের মতো। নদী যেমন কল কল বেগে পানির স্রোত বয়ে যেতে যেতে হঠাৎ কোথাও বাধা পেলেই খানিক থমকে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে সৃষ্টি করে নেয় নতুন পথরেখা, মানুষের জীবন সংগ্রামটাও যেন তেমনি। সকল মানুষেরই শ্রেণী ও জীবন সংগ্রামের...
কলিম শরাফী যখন দশম শ্রেণীর শিক্ষার্থী তখন নেতাজী সুভাষ চন্দ্র বসু 'হলওয়েল মনুমেন্ট' অপসারণের আন্দোলন শুরু করেন। নেতাজীর ডাকে তরুণ বাঙালি ছাত্রসমাজের সঙ্গে কিশোর কলিম শরাফীও আন্দোলনে জড়িয়ে পড়েন। ব্রিটিশবিরোধী আন্দোলনে পুরো ভারতবর্ষ তখন উত্তাল। এভাবেই তাঁর রাজনৈতিক জীবনের সূচনা। একবার এক মিছিলে হঠাৎ করেই পুলিশ ...
শিল্পী লিলি ইসলাম বলেন, উপমহাদেশের প্রখ্যাত শিল্পী কলিম শরাফী ছিলেন স্বল্পভাষী ও সুকণ্ঠের অধিকারী। তিনি রবীন্দ্র সংগীতের স্বরক্ষেপণ ও উচ্চারণভঙ্গি – দু'য়ের ক্ষেত্রে এক অপূর্ব সমন্বয় সাধন করে সংগীত পরিবেশন করতেন। তিনি বলেন, আমাদের অডিও নির্মাতা প্রতিষ্ঠানগুলো শিল্পী কলিম শরাফীর মতো প্রখ্যাত শিল্পীদের কণ্ঠে গীত গানগুলো ...
'পথে পথে দিলাম ছড়াইয়ারে...' নিজের গাওয়া গানের মতোই নিজেকে ছড়িয়ে দিয়েছিলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও সংগ্রামী সাংস্কৃতিক ব্যক্তিত্ব কলিম শরাফী। সবাইকে কাঁদিয়ে জীবন নদীর ওপারে চলে গেছেন তিনি। ২ নভেম্বর মঙ্গলবার বেলা ১১টা ৫০মিনিটে উত্তর বারিধারার নিজ বাসভবনে কলিম শরাফী মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।
বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী, সংস্কৃতসেবী। পুরো নাম মাখদুমজাদা শাহ সৈয়দ কলিম আহমেদ শরাফী। কলিম শরাফী নামে সর্বাধিক পরিচিত ছিলেন। ১৯২৪ খ্রিষ্টাব্দের ৮ মে, ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শিউড়ী মহকুমার খয়রাডিহি গ্রামে, নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। মা আলিয়া বেগম শিল্পীর শৈশবেই মারা যান। এই কারণে কলিম ...
পথে পথে দিলাম ছড়াইয়ারে ----- (কলিম শরাফী). ব্লগারের প্রোফাইল ছবি. লিখেছেনঃ বিষাক্ত মানুষ (তারিখঃ বুধবার, ১৫/১০/২০০৮ - ১৯:২৫). পথে পথে দিলাম ছড়াইয়ারে সেই দুঃখে চোখেরও পানি ও আমার চক্ষু নাই পাড় নাই কিনার নাই রে ও আমার চক্ষু নাই ঘর নাই ও মোর জন নাই তবু দিলাম ভাঙ্গা নায়ে অথৈ সায়র পাড়ি পথে পথে দিলাম ছড়াইয়ারে সেই দুঃখে চোখেরও ...
Jun 13, 2014 - কলিম শরাফী একজন সফল সঙ্গীতগুরুবাংলাদেশে বিশুদ্ধ রবীন্দ্রসঙ্গীত চর্চার অন্যতম প্রধান পথিকৃত তিনি। সঙ্গীতকে ঘিরে ধীরে ধীরে ব্যক্তি থেকে প্রতিষ্ঠানে পরিণত হন তিনি। এদেশে সাংস্কৃতিক জাগরণ ঘটানোর ক্ষেত্রে তার অবদান অপরিসীম। দেশভাগের পূর্বে গণসঙ্গীত দিয়ে তার সঙ্গীতজীবন শুরু হলেও পরবর্তীকালে রবীন্দ্রনাথের ...
No comments:
Post a Comment