কলিম শরাফী - উইকিপিডিয়া
bn.wikipedia.org/wiki/কলিম_শরাফী Translate this pageকলিম শরাফী সম্পূর্ণ নাম মাখদুমজাদা শাহ সৈয়দ কলিম আহমেদ শরাফী (মে ৮, ১৯২৪ - নভেম্বর ২, ২০১০) বাংলাদেশের একজন স্বনামধন্য রবীন্দ্র সঙ্গীত শিল্পী, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। দেশাত্মবোধক গানের ক্ষেত্রেও তাঁর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এর বাইরে তিনি ছয় দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে ...-
More images for কলিম শরাফী
প্রবীণ রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও সংস্কৃতিসেবী কলিম শরাফী ...
www.somewhereinblog.net/blog/Author/28961606 Translate this pageপ্রবীণ রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও সংস্কৃতিসেবী কলিম শরাফীঃ মানবজীবনের সংগ্রামটা যেন অনেকটা নদীজীবনের মতো। নদী যেমন কল কল বেগে পানির স্রোত বয়ে যেতে যেতে হঠাৎ কোথাও বাধা পেলেই খানিক থমকে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে সৃষ্টি করে নেয় নতুন পথরেখা, মানুষের জীবন সংগ্রামটাও যেন তেমনি। সকল মানুষেরই শ্রেণী ও জীবন সংগ্রামের...কলিম শরাফী - :: Welcome to GUNIJAN :: The Eminent ...
www.gunijan.org.bd/GjProfDetails_action.php?...82 Translate this pageকলিম শরাফী যখন দশম শ্রেণীর শিক্ষার্থী তখন নেতাজী সুভাষ চন্দ্র বসু 'হলওয়েল মনুমেন্ট' অপসারণের আন্দোলন শুরু করেন। নেতাজীর ডাকে তরুণ বাঙালি ছাত্রসমাজের সঙ্গে কিশোর কলিম শরাফীও আন্দোলনে জড়িয়ে পড়েন। ব্রিটিশবিরোধী আন্দোলনে পুরো ভারতবর্ষ তখন উত্তাল। এভাবেই তাঁর রাজনৈতিক জীবনের সূচনা। একবার এক মিছিলে হঠাৎ করেই পুলিশ ...কলিম শরাফী Archives - বাংলায় গানের কথা | Bangla Song Lyrics
banglasonglyrics.com/artist/কলিম-শরাফী/ Translate this pageশিল্পীঃ কলিম শরাফী. ভুবনেশ্বর হে. শিল্পীঃ কলিম শরাফী, রেজওয়ানা চৌধুরী বন্যা; অ্যালবামঃ পাওয়া যায় নি; যোগ করেছেন: Sanjoy Acharjya · শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়,. শিল্পীঃ কলিম শরাফী, দেবব্রত বিশ্বাস, হেমন্ত মুখোপাধ্যায়; অ্যালবামঃ পাওয়া যায় নি; যোগ করেছেন: Sanjoy Acharjya · নিশিদিন ভরসা রাখিস. শিল্পীঃ ...বাংলা একাডেমীতে শিল্পী কলিম শরাফী স্মরণসভা « News by ...
www.swapnershiri.com/.../latest.../bangla-academy-11/ Translate this pageশিল্পী লিলি ইসলাম বলেন, উপমহাদেশের প্রখ্যাত শিল্পী কলিম শরাফী ছিলেন স্বল্পভাষী ও সুকণ্ঠের অধিকারী। তিনি রবীন্দ্র সংগীতের স্বরক্ষেপণ ও উচ্চারণভঙ্গি – দু'য়ের ক্ষেত্রে এক অপূর্ব সমন্বয় সাধন করে সংগীত পরিবেশন করতেন। তিনি বলেন, আমাদের অডিও নির্মাতা প্রতিষ্ঠানগুলো শিল্পী কলিম শরাফীর মতো প্রখ্যাত শিল্পীদের কণ্ঠে গীত গানগুলো ...কলিম শরাফীর চিরবিদায় - Bangla News 24
www.banglanews24.com/LifeStyle/detailsnews.php?... Translate this page'পথে পথে দিলাম ছড়াইয়ারে...' নিজের গাওয়া গানের মতোই নিজেকে ছড়িয়ে দিয়েছিলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও সংগ্রামী সাংস্কৃতিক ব্যক্তিত্ব কলিম শরাফী। সবাইকে কাঁদিয়ে জীবন নদীর ওপারে চলে গেছেন তিনি। ২ নভেম্বর মঙ্গলবার বেলা ১১টা ৫০মিনিটে উত্তর বারিধারার নিজ বাসভবনে কলিম শরাফী মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।কলিম শরাফী
www.onushilon.org.bd/corita/kolim.htm Translate this pageবাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী, সংস্কৃতসেবী। পুরো নাম মাখদুমজাদা শাহ সৈয়দ কলিম আহমেদ শরাফী। কলিম শরাফী নামে সর্বাধিক পরিচিত ছিলেন। ১৯২৪ খ্রিষ্টাব্দের ৮ মে, ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শিউড়ী মহকুমার খয়রাডিহি গ্রামে, নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। মা আলিয়া বেগম শিল্পীর শৈশবেই মারা যান। এই কারণে কলিম ...পথে পথে দিলাম ছড়াইয়ারে ----- (কলিম শরাফী) - আমারব্লগ
www.amarblog.com/bishaktomanush/posts/15925 Translate this pageপথে পথে দিলাম ছড়াইয়ারে ----- (কলিম শরাফী). ব্লগারের প্রোফাইল ছবি. লিখেছেনঃ বিষাক্ত মানুষ (তারিখঃ বুধবার, ১৫/১০/২০০৮ - ১৯:২৫). পথে পথে দিলাম ছড়াইয়ারে সেই দুঃখে চোখেরও পানি ও আমার চক্ষু নাই পাড় নাই কিনার নাই রে ও আমার চক্ষু নাই ঘর নাই ও মোর জন নাই তবু দিলাম ভাঙ্গা নায়ে অথৈ সায়র পাড়ি পথে পথে দিলাম ছড়াইয়ারে সেই দুঃখে চোখেরও ...কলিম শরাফী | NRS-Import | ডিডাব্লিউ.ডিই | 18.08.2008
www.dw.de/কলিম-শরাফী/a-3576442 Translate this pageAug 18, 2008 - NRS-Import. কলিম শরাফী. বাংলাদেশের সঙ্গীত ও সংস্কৃতি অঙ্গনের এক কিংবদন্তী ব্যক্তিত্ব কলিম শরাফী. এই বিষয়ে অডিও এবং ভিডিও. সঙ্গীতসহ কলিম শরাফী-র সাক্ষাত্কার. তারিখ 18.08.2008; শেয়ার পাঠান ফেসবুক টুইটার গুগল+ আরো... Digg Technorati stumble del.icio.us reddit Newsvine; প্রিন্ট এই পাতা প্রিন্ট করুন ...যায় যায় দিন :: :: কলিম শরাফী একজন সফল সঙ্গীতগুরু
www.jjdin.com/?... Translate this pageJun 13, 2014 - কলিম শরাফী একজন সফল সঙ্গীতগুরুবাংলাদেশে বিশুদ্ধ রবীন্দ্রসঙ্গীত চর্চার অন্যতম প্রধান পথিকৃত তিনি। সঙ্গীতকে ঘিরে ধীরে ধীরে ব্যক্তি থেকে প্রতিষ্ঠানে পরিণত হন তিনি। এদেশে সাংস্কৃতিক জাগরণ ঘটানোর ক্ষেত্রে তার অবদান অপরিসীম। দেশভাগের পূর্বে গণসঙ্গীত দিয়ে তার সঙ্গীতজীবন শুরু হলেও পরবর্তীকালে রবীন্দ্রনাথের ...
Thursday, 6 March 2014
কলিম শরাফী ♥♪♥
Subscribe to:
Post Comments (Atom)









No comments:
Post a Comment