Friday 4 January 2013

শব্দের শব্দ শুনি ♥♪♥ বিশ বছর বেঁচেও চিরজীবি ~ কিভাবে?


[ উত্সর্গ : প্রীতিলতা ]

যদি জীবনের গল্প শুনতে চাও,
শব্দের শব্দ, রং, ঢং, সীমানা  ও
সুকান্তকে জেনে নিয়ো ।

ছোট্ট একটা জীবন,
প্রত্যয় ও প্রতিশ্রুতির বেড়াজালে;
মাত্র বিশ বছর - সীমিত সময় ।

জীবন-সৈকতে শব্দ নিয়ে খেলা
শব্দ চয়নে জীবনের ছন্দ ফুটিয়ে তোলা
বলতে পারো - ক'জন পেরেছে এমন?

শোনো তাহলে, জীবনের গল্প;
সুকান্তের জীবনবোধ ও সমানুভুতির
এক টুকরো সংলাপ:  

'...এমনি ক'রেই জীবনের বহু বছরকে পিছু ফেলে,
পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে 'মেলে' ।
ক্লান্তশ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে
জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে ।
....'

শব্দের শব্দ ও রং-এ জীবন  ছুঁয়ে যায় ... 
আর তাই,
মাত্র বিশ বছর বেঁচেও সুকান্ত চিরজীবি
স্বপ্নসঞ্চারী ...।

 
Sukanta Bhattacharya, সুকান্ত ভট্টাচার্য  
(15 August 1926 – 13 May 1947) 
ছবি: প্রথম-আলো 

♥♪♥
শফিউল ইসলাম
কেমব্রিজ,  অন্টারিও, কানাডা
২০১৩ জানুয়ারী ০৪

No comments:

Post a Comment