Sunday 15 April 2012

ডাক দিয়ে যাই

[ উৎসর্গ প্রীতিলতা ]

ডাক দিয়ে যাই
প্রেমের সৈকতে
প্রকৃতির মতো
শর্তহীন শর্তে।

সহানুভূতির
বাঁধন ছাড়িয়ে
সমানুভূতির
সীমানা পেরিয়ে

প্রত্যয় ও প্রতিশ্রুতিতে
শান্তিপূর্ণ সহবাসে
জীবনের জয়গানে
প্রেমের সেতুবন্ধনে
 
অন্ধ বিশ্বাসের বৃত্ত ভেঙ্গে
'সৃস্টি-সুখের উল্লাসে'
দূরদর্শীতার সীমানায়   
প্রগতি ও প্রযুক্তির মোহনায় 

'বন্ধনহীন, মুক্ত স্বাধীন' 
সুন্দর আগামীর প্রত্যাশায়
প্রকৃতির মতো তোমাকে চাই
আর তাই ডাক দিয়ে যাই !

'তোমাদের নেই কোনো ভয়
আমরা করবো জয়'।

♫ ♪ '__̴ı̴̴̡̡̡ ̡͌l̡̡̡ ̡͌l̡*̡̡ ̴̡ı̴̴̡ ̡̡͡|̲̲̲͡͡͡ ̲▫̲͡ ̲̲̲͡͡π̲̲͡͡ ̲̲͡▫̲̲͡͡ ̲|̡̡̡ ̡ ̴̡ı̴̡̡ ̡͌l̡̡̡̡._' ♫ ♪
 
শফিউল ইসলাম 

২ বৈশাখ ১৪১৯
১৫ এপ্রিল ২০১২
কেমব্রিজ, অন্টারিও, কানাডা  
  

No comments:

Post a Comment