This the best live programe in bangladesh on TV I saw ever. কারণ প্রতিটা অনুষ্ঠানে সাধারন মানুষ ফোন করে কিন্তু এই অনুষ্টানে সাধারণের পাশাপাশি বাংলাদেশের বিখ্যাত সব শিল্পীরা ফোনে অংশগ্রহন করেছে। এতেই বোঝা যায় নচিকেতা কত উঁচুমানের ।
রবি চৌধুরীর উপস্থাপনা আমার কাছে এক আলাদা প্রাপ্তী। যদিও এক বড় গায়কের সামনে তাঁকে বেশ অপ্রস্তুত বলে মনে হয়েছে। এমনটাতো হয়েই থাকে টেলি চ্যানেলে, শিল্পীর সঙ্গে কথা বলে বলে তাঁর ভেতরের কথা বের করে আনেন অন্য জন।
Everything is natural,this is absolutely God gifted...& good soul,good human being...tai amon gaitey paarecey...baitey thako gaaner Tory"priyo nochiketa" !
রবির উপস্থাপনাটায় মাটি করে দিল, নচিকেতার ভেতরেই ঢুকতে পারছেনা আর নচিকেতার ভেতরটা বের করতে দিচ্ছেনা, বাইরের নচিকেতাকে ঠুকা মারতে চাইছে শুধু, এমন একটা জিনিয়াস সাথে উপাস্থাপনায় একটু মেচুউরড উপাস্থাপনা প্রয়োজন ছিল, সংগীত গাইতে পারা আর বুঝা দুইটা দুই বিষয়, ভেতরের মানুষটাকে খুঁচিয়ে বের করতে পারাটাই আসল, ধন্যবাদ নচিকেতা তুমি বাংলাদেশে আসো আরো আরো আর দিয়ে যাও অনেক অনেক গান, সুর, ভাবনা........
No comments:
Post a Comment