নূরুন্ নাহার
দেখ কী ভাবে মরণ-
করেছে তোমাদের বরণ।
তোমরা পূনজনমের মত
বার বার ফিরে ফিরে
ফোটো বসন্তের টকটকে ফুল।
কে বলেছে তোমরা নেই-?
ওসব মিথ্যে কথা,
আমাদের মনের মস্ত ভুল।
মৃত্যুর মত সত্য-
তোমাদের কীর্তিকে
আরো করেছে কীর্তিমান।
তাইতো আমাদের বুকের
ভেতর-
তোমাদের উথাল-পাথাল
সম্মান।
আজ তাই ওপার হতে
তোমরা
আমন্ত্রিত আমাদের
এই স্মরণ সভায়
এখনই মাইক্রোফোনে
উচ্চারিত হবে-
তোমাদের কীর্তির
কথা-দফায় দফায়।
গর্বে-দর্পে আমাদের
মন ভরে উঠবে,
ঝাঁক বেঁধে ঘাসফুল
আর পাখিরা আনন্দে ছুটবে।
এমনি করেই আমরা-শ্রদ্ধায়-
ভালবাসার সাড়ায়-
চিরকাল হাঁটব,
তোমাদের
জ্বলজ্বলে স্মৃতির
পাড়ায়।
প্রকাশ সুত্র : অধ্যাপক
শহীদুল হাসান ও দবির উদ্দীন মাস্টার স্মরণ
শৈলকুপা নাগরিক কমিটি।
শৈলকুপা, ঝিনাইদহ।
Nurun Nahar, নূরুন্ নাহার
১৯ ফাল্গুন ১৪১৮
২ মার্চ ২০১২
No comments:
Post a Comment