Sunday, 9 December 2012

উপেক্ষিতা ~ রাজশেখর বসু ♥♪♥

উপেক্ষিতা ~ রাজশেখর বসু ♥♪♥





উপেক্ষিতা ~ রাজশেখর বসু ♥♪♥

ShafSymphonyShafSymphony·41 videos
8
No views
Like 0     Dislike 0
Published on Dec 6, 2012
উপেক্ষিতা ~ রাজশেখর বসু ♥♪♥
Upekkhita

আবৃত্তি: আঞ্জুমান আরা

শফিকুল ইসলাম বাহার
সৌজন্যে : ডন মিউজিক

প্রীতিলতা প্রকাশনী
::
♥♪♥
প্রেমের কবিতা - ২
Album: Premer Kobita - 2
Recitation: Anjuman Ara
&
Shafiqul Islam Bahar




♥♪♥

রাজশেখর বসুর একটি ছোটগল্প - উপেক্ষিতা

তিন নম্বর রডোড্রেনডন রোড,বালিগঞ্জ। বাহিরে মুষলধারে বৃষ্টি পড়িতেছে। ড্রয়িংরুমে পিয়ানোর কাছে উপবিষ্ট গরিমা গাংগুলী , তাহার সম্মুখে ইজিচেয়ারে চটক রায়। ঘরে আসবাব বেশি নাই, কারণ গরিমার বাবার ঢাকায় বদলির হুকুম আসিয়াছে , অধিকাংশ জিনিস প্যাক হইয়া আগেই রওনা হইয়া গিয়াছে।

এই চটক ছেলেটি যেমন ধনী তেমনই মিষ্টভাষী বিনয়ী বাধ্য, চিমটি কাটিলেও টুঁ শব্দ করে না - যাহাকে বলে নারীর মনুষ্য অর্থাৎ লেডিজম্যান। না হইবে কেন, সে যে পাঁচ বৎসর বিলাতে থাকিয়া স্রেফ এটিকেট অধ্যয়ন করিয়াছে। এমন সুপাত্র আজকালকার বাজারে দুর্লভ। গরিমার পিতামাতা কলিকাতা ত্যাগের পূর্বেই কন্যাকে বাগদত্তা দেখিতে চান,তাই তাঁহারা যাত্রার পূর্বসন্ধ্যায় ভাবী দম্পতিকে বিশ্রম্ভালাপের সুযোগ দিয়া দোতলায় বসিয়া সুসংবাদের প্রতীক্ষা করিতেছেন।

কিন্তু আলাপ তেমন জমে নাই। গোটা পনের গান শেষ করিয়া গরিমা তৃতীয় বার জানাইল - "কাল আমরা যাচ্ছি।"

চটক বলিল - "ও"।

হায়রে বিদায়বার্তার এই কি উত্তর ! গরিমার কথা যোগাইতেছে না। অগত্যা বলিল - "সেই ভুটানী গজলটা গাইব কি?"

"নাঃ এইবার ওঠা যাক।"

"সেকি হয়, আগে বৃষ্টি থামুক।"

চটক চেয়ারে বসিয়া নীরবে উশখুশ করিতে লাগিল। মিনিট-দুই পরে আবার বলিল - "এইবার উঠি।"

গরিমা ভাবিতেছিল , কবি বৃথাই লিখিয়াছেন - 'এমন দিনে তারে বলা যায়।' এই বাদল-সন্ধ্যা কি নিষ্ফল হইবে? চটকের কি হইল? কেন সে পালাইতে চায়? তাহার কিসের অস্বস্তি কিসের অস্থিরতা? গরিমার মোহিনীশক্তি আজ তাহকে ধরিয়া রাখিতে পারিতেছে না। সেই ভেটকি-মুখী বেহায়া মেনী মিত্তিরটা চটককে হাত করে নাই তো? হবেও বা, যা গায়ে পড়া মেয়ে ! গরিমা তাহার কণ্ঠাগত ক্রন্দন গিলিয়া ফেলিয়া বলিল " আর একটু বসুন।"

কিন্তু চটক বসিল না। চেয়ার হইতে লাফাইয়া উঠিয়া বলিল-" নাঃ চললুম, গুডনাইট।"

বৃষ্টির নিরবচ্ছিন্ন ঝমঝমানি ভেদ করিয়া চটকের মোটর গুঞ্জরিয়া উঠিল। গেল,যাহা বলিবার তাহা না বলিয়াই চলিয়া গেল -- ভোঁপ ভোঁপ - দূরে বহু দূরে।

গরিমা কাঁদিবার জন্য প্রস্তুত হইয়া চটকের পরিত্যক্ত চেয়ারে দেহলতা এলাইয়া দিল। তাহার পরেই এক লাফ। ভীষণ সত্য সহসা প্রকট হইল। বেচারা চটক!!

চেয়ারে অগুনতি ছারপোকা।

১৩৩৬ (১৯২৯)




♥♪♥

সৌজন্যে : http://bengalidownload.com/index.php/topic/204

No comments:

Post a Comment