নূরুন্ নাহার
(ডাঃ কামাল উদ্দীন
আহম্মেদকে-
যে ছিলে আমাদের অনেক
কাছের!
অথচ এখন অনেক দূরের!)
তুমি হিমালয়-
আমি তুচ্ছ তরুলতা!
কখন যেন টুক্রো ট্ক্ুেরা
করে ছিড়ে ফেলো,
তোমার জন্য আমার
অনুভবের বাগানে সাজানো
কচি কচি পাতা!
হিমালয়ের সাথে কী
তরুলতার তাল মেলে
?
কখন যেন ছিট্কে পড়ি,
তোমার উচ্চতর অবহেলার
শেলে!
হিমালয় সত্যি কী-
তরুলতার দীর্ঘশ্বাস
বোঝে ?
তরুলতা তো-
আজীবন আতঙ্কে বিশ্বাসের
ছোঁয়া খোঁজে !!!
২ বৈশাখ ১৪১৯
১৫ এপ্রিল ১৯১২
Nurun Nahar, Poem, নূরুন্ নাহার
No comments:
Post a Comment