নূরুন্ নাহার
(ডাঃ কামাল উদ্দীন
আহম্মেদকে-
যে ছিলো আমাদের অনেক
কাছের!
অথচ এখন অনেক দূরের!)
ভাঙা হৃদয় গড়তে গিয়ে,
আবার ভেঙে দিলে!
গাছে তুলে গাছটি
থেকে,
মইটি কেঁড়ে নিলে!
আমি এখন দিশেহারা
কেমন করে থাকি!
একেবারে চলে যাওয়ার,
অনেকটা পথ বাকি!
তোমার দেয়া ভালবাসায়,
তিরস্কারের ভিড়!
বিশ্বাসের গ্যারান্টিতে
ধরল বুঝি চিড়!
তোমার করা অপমানে
অনেক হলো শিক্ষা,
বিশ্বাসের গ্যারান্টি
তাই
আবার চাই ভিক্ষা!!!
১লা ফাল্গুন ১৪১৯
১৪ এপ্রিল ২০১২
Nurun Nahar, নূরুন্ নাহার,
No comments:
Post a Comment