Monday, 27 February 2012

সমৃদ্ধ বাংলাদেশ :: এ,টি,এম, শরিফুল ইসলাম


সমৃদ্ধ বাংলাদেশ
এ,টি,এম, শরিফুল ইসলাম
(যাঁদের রক্তের ঋণে আমাদের স্বপ্নের দেশ বাংলাদেশ, কবিতাটি তাঁদের সবার প্রতি উৎসর্গীকৃত)

আমরা যারা এক, একক, একমাত্র
সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি তারা সবাই জানি,
এ মহাবিশ্বের একচ্ছত্র মালিকানা তাঁর।
আর আপেক্ষিক মালিকানায়
এ মহাবিশ্ব আমার, আমাদের সবার।

তাই,
জন্মসূত্রে
আমার ঋণ, আমাদের সবার ঋণ-
বাংলাদেশ।
আমার দেশ, আমাদের সবার দেশ-
বাংলাদেশ।

৫২ থেকে ৭১,
বাংলা মায়ের
প্রায় সকল জাতীয় দেশপ্রেমিক বুদ্ধিজীবী, দার্শনিক ও পথ প্রদর্শকদের হত্যা
আর আমাদের দেশমাতাকে চিরতরে ধ্বংসের হীন ষড়যন্ত্রের প্রহর।
আমরা তখন অনেক ছোটো,
আজ আমরা বড় হয়েছি,
বুঝতে শিখেছি ২ আর ২ এ কোনক্রমেই পাঁচ হয় না,
৪ হয়।

আমার বাংলা মা,
আমাদের বাংলা মা ভয়ানক অসুস্থ, স্যালাইন চলছে;
মায়ের নিঃশ্বাসের বাতাসে আর্সেনিক,
শবদেহের সংরক্ষক ফরমালিন সহ অসংখ্য নেতিবাচক রাসায়নিক কবিতা
এখন তাঁর জীবিত শিরা-ধমনীগুলোর বাধ্যতামূলক নিত্য খাদ্য।
অসুস্থ মায়ের কোলে,
অসুস্থ মায়ের বোলে,
আমাদের সুস্থতা এবং সুস্থতার ভান,
সম্পূর্ণ অর্থহীন।

বিশ্বাস করি, করতে চাই
যে যার মত যারপরনাই চেষ্টা করছে,
করছি ......
আমাদের আপাত বিষণ্ণ লাস্যময়ী মাকে সূর্যস্নানে সুস্থ করার।

স্রষ্টার ব্যাকরণে সমর্পিত হয়ে,
সবার প্রচেষ্টায় শ্রদ্ধা রেখে,
আসুন সবাই মিলে,
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে
অনিন্দ্যসুন্দর প্রত্যয়ে
আমাদের অভিমানক্লিষ্ট মাকে সমানুভূতির বাতাবরণে
সুস্থ, সুন্দর সদা হাস্যময়ী করে তুলি।

যার কাছে যা কিছু আছে
তা নিয়েই গড়ে তুলি,
বিনির্মাণের সর্বশ্রেষ্ঠ প্রয়াসে
একটি অনুপম
সুখী সুন্দর
সমৃদ্ধ বাংলাদেশ।
Dr. A T M Shariful Islam :: Fukuoka, Japan :: 2012 Feb 27

Sunday, 26 February 2012

রবার্ট কাকুর সাথে এক টুকরো স্বর্ণস্মৃতি


ডঃ এ,টি,এম, শরিফুল ইসলাম (স্বপন)

সন তারিখ ঠিক মনে নেই, সম্ভবতঃ ৯/১০ বছর আগেকার কথা। প্রবাস থেকে শৈলকুপা গ্যাছি সপ্তাহখানেকের জন্য। শৈলকুপা বাজারের কোন এক দোকানে রবার্ট কাকুর সাথে দেখা?
একসঙ্গে অনেকগুলো প্রশ্নঃ  
স্বপন, কেমন আছো?
কবে আসলে?
কদ্দিন পর আসলে?
আমাকে চিনতে পারছ?
সালাম বিনিময়ের পর উনি কাছে ডাকলেন, সস্নেহে পাশে বসালেন।

আকস্মিকভাবে জিজ্ঞেস করলেন, তোমার কাছে কি কোন কলম বা পেন্সিল আছে?
আমি বললাম, কাকু পেন্সিল নেই তবে কলম আছে।
বন্ধু বান্ধবদেরকে উপহার দেবার জন্য আমার ঝোলায় বেশ কয়টি জাপানী গোল্ডেন নিব কলম ছিল। একটি কলম কাকুর হাতে দিয়ে উনার আগের প্রশ্নগুলোর উত্তর দেবার প্রচেষ্টা করলাম।

কিছু বুঝে উঠার আগেই হঠাৎ করে ঐ দোকানেরই একটি খাতা থেকে কাগজ ছিঁড়ে আমার ছবি আঁকা শুরু করলেন। বললাম, আমি তো কোন সেলিব্রিটি বা বিখ্যাত কেউ নই; আমার ছবি কেন আঁকছেন কাকু! কাকু বললেন, তুমি কে, কতটুকু- ওসব তুমি বুঝবে না; ওগুলো আমরা বুঝবো।

মিনিট সাতেক পর আমার পোট্ট্রেট আর কলমটা ফেরত দিয়ে বললেন, তোমার ছবি তোমাকেই প্রেজেন্ট করলাম; দেখোতো নিজেকে চিনতে পারো কিনা!

আমিও কাকুকে দুটো কলম প্রেজেন্ট করতে চাইলাম।
জানতে চাইলেন, দুটো কেন?
একটিঃ আপনার ছবি আঁকার ইচ্ছেতে আমাকে মডেল হিসেবে নির্বাচন করার জন্য;
আর দ্বিতীয়টি হোল শুধুমাত্র আপনাকে, অর্থাৎ আপনার মতো একজন অকৃত্রিম বিস্ময়কর চিত্রকরকে যাকে আমি, আমরা, বা শৈলকুপাবাসীরা এখনো আবিস্কার করতে পারিনি।
চোখে চোখ রেখে এক অব্যক্ত পরিভাষায় আমার দেয়া সামান্য উপহার দুটো কলম কাকু গ্রহণ করলেন। মনে হল, সুস্পষ্ট কার্যকরণ না জেনে উনি সহজে কারুর দেয়া কোন উপহার গ্রহণ করতে মোটেই অভ্যস্ত নন।

ইনিই হলেন,
আমার রবার্ট কাকু,
আমাদের রবার্ট কাকু,
আমাদের পূর্বসুরীদের রবার্ট ভাই
শৈলকুপার এক অনন্যসাধারণ প্রকৃতিজাত প্রতিভা;
যিনি সবার অজ্ঞাতে, নীরব অভিমানে,
আমাদের সর্বশ্রেষ্ঠ অবিভাবক, ভরসার একমাত্র ভরকেন্দ্র,
সুমহান স্রস্টার রাহে চলে গেলেন।

১০ই মে, ২০১২
..........................................................................................................
সুন্দর সমালোচনার প্রত্যাশায়ঃ
ডঃ এ,টি,এম, শরিফুল ইসলাম
(এমবিবিএস, পিএইচডি)
ইমেইলঃ drsharif_1@yahoo.com
মোবাইলঃ ০০৮১-৮০-৩৩৭৪-৬৩৪১

Jewel Hasan advised that Robert kaka passed away on 2012 Feb 07.

Friday, 24 February 2012

Intelligence Revolution - Visions of Future - BBC

THE INTELLIGENCE REVOLUTION - Visions Of The Future - BBC

'In the opening installment, Kaku explains how artificial intelligence will revolutionise homes, workplaces and lifestyles, and how virtual worlds will become so realistic that they will rival the physical world. Robots with human-level intelligence may finally become a reality, and in the ultimate stage of mastery, we'll even be able to merge our minds with machine intelligence.'

Courtesy of Science Channel, BBC, Youtube

হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত : স্টেম সেল বিপ্লব?

'হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত : স্টেম সেল বিপ্লব?

নিউজডেস্ক, বাংলাদেশনিউজ২৪x৭.কম
এক যুগান্তরকারী আবিষ্কারের পথে রয়েছে চিকিৎসা বিজ্ঞান। হার্ট অ্যাটাকের পরে হৃদপিণ্ডের নষ্ট হয়ে যাওয়া পেশিগুলির মেরামত শুধু নয়, নতুন পেশির জন্ম দেওয়ার চেষ্টা চলছে ওই হার্ট থেকে সংগ্রহ করা স্টেম সেলের মাধ্যমে।  চিকিৎসকদের বক্তব্য, এখন অ্যাঞ্জিওপ্ল্যাস্টি বা বাইপাস সার্জারি করে হার্ট অ্যাটাকের পরে বেঁচে থাকা কোষগুলির মৃত্যু ঠেকানোর চেষ্টা করা হয়। কিন্তু যে অংশ হার্ট অ্যাটাকের কারণে মরে গিয়েছে, তাকে বাঁচানোর কোনও ব্যবস্থা করা যায় না। কার্ডিয়াক স্টেম সেল ব্যবহার করে এ বার ওই মৃত অংশকেও বাঁচিয়ে তোলা সম্ভব হবে। তার ফলে হার্ট অ্যাটাকের চিকিৎসা করে সুস্থ হয়ে ওঠার পরে সম্পর্ণ স্বাভাবিক গতিসম্পন্ন জীবনযাপনে কোনও সমস্যা হবে না বলে মনে করা হচ্ছে।
‘ল্যানসেট’ পত্রিকায় সম্প্রতি প্রকাশিত এই গবেষণাপত্রটি নিয়ে আন্তর্জাতিক স্তরে এখন জোর জল্পনা চলছে। এই গবেষণা ও তার পরবর্তী ধাপের প্রয়োগগুলি সফল হলে হৃদরোগের চিকিৎসায় যুগান্তকারী পরিবর্তন আনা সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ভারত এবং গোটা দক্ষিণ-পূর্ব এশিয়ায় হার্ট অ্যাটাক যেভাবে মহামারীর আকার নিচ্ছে, তাতে এখানকার চিকিৎসক মহলও অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন গবেষণার পরবর্তী ধাপের দিকে। লস অ্যাঞ্জেলেস-এর সেডার্স-সিনাই হার্ট ইনস্টিটিউট এবং বাল্টিমোর-এর জন হপকিনস হাসপাতালে যৌথভাবে এই গবেষণা চালানো হয়েছিল।
প্রথম পর্যায়ের গবেষণায় বেছে নেওয়া হয়েছিল ২৫ জন রোগীকে, যাঁদের গড় বয়স ৫৩ বছর। সকলেরই অল্প কিছুদিন আগে হার্ট অ্যাটাক হয়েছে। এঁদের মধ্যে ১৭ জনের উপরে প্রয়োগ হয়েছিল স্টেম সেল থেরাপি এবং বাকি সাত জনের প্রথাগত পদ্ধতিতেই চিকিৎসা হয়েছিল। এক বছর পরে দেখা যায়, প্রথম ১৭ জনের হার্টের ক্ষতিগ্রস্ত কোষের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। সেখানে নতুন কোষের জন্মও হয়েছে।
প্রাথমিক ধাপে গবেষণাটি সফল হলেও আরও বড় আকারে গবেষণা যে প্রয়োজন, সে কথা স্বীকার করে নিয়েছেন ওই দুই সংস্থার চিকিৎসক-বিজ্ঞানীরা। তবে তাঁদের দাবি, এখনও পর্যন্ত যা অগ্রগতি তাতে হৃদরোগের চিকিৎসায় নতুন ইতিহাসের সূচনা হতে চলেছে অচিরেই। স্টেম সেল এমনই কোষ, যা থেকে দেহের যে কোনও অংশের কোষ পুনর্নির্মাণ করা সম্ভব। বিশেষজ্ঞরা জানান, অতীতে অস্থি-মজ্জা থেকে স্টেম সেল সংগ্রহ করে তা হার্টে পুনঃস্থাপিত করার চেষ্টা হয়েছিল। সে ক্ষেত্রে দেখা গিয়েছে, নতুন তৈরি কোষগুলি হার্টের কোষের মতো সদা-সক্রিয় থাকতে পারছে না, ক্লান্ত হয়ে পড়ছে। তখন বিকল্প প্রক্রিয়া ভাবা হয়।
সাম্প্রতিক এই গবেষণায় হার্ট অ্যাটাকে আক্রান্ত ১৭ জনের হার্টের সুস্থ অংশ থেকে বায়োপসির মাধ্যমে সামান্য টিস্যু সংগ্রহ করা হয়েছিল। তার পরে ওই টিস্যু গবেষণাগারে কালচার করে তা থেকে একাধিক কোষ তৈরি করা হয়। তার পরে তা ফের রোগীর করোনারি আর্টারিতে ইঞ্জেকশনের মাধ্যমে প্রবেশ করানো হয়।
বাকি আট জনের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের যে চিকিৎসা সাধারণ ভাবে প্রচলিত, সেটাই করা হয়েছে। এক বছর নিয়মিত নজর রাখার পরে দেখা যায়, প্রথম ১৭ জনের হার্টে রক্ত চলাচল অনেকটাই স্বাভাবিক এবং মৃত কোষের সংখ্যাও বাকি ৮ জনের তুলনায় অনেকটাই কম। ভারতের হৃদরোগ চিকিৎসক অরুণাংশু গঙ্গোপাধ্যায় বলেন, “এটা একটা যুগান্তকারী আবিষ্কার। এই চিকিৎসা-পদ্ধতি চালু হলে রোগীর জীবনযাত্রার মান উন্নত হবে, চিকিৎসার খরচ কমবে এবং রোগীর কর্মক্ষমতা বজায় থাকবে। এটা যে কোনও সমাজের অর্থনীতিতেও গভীর প্রভাব ফেলতে চলেছে।” এর ফলে হার্ট ফেইলিওর-এর সংখ্যাও কমবে বলে মনে করছেন হৃদরোগ চিকিৎসক শুভ্র বন্দ্যোপাধ্যায়। হার্ট ফেইলিওর কাকে বলে?
তিনি বলেন, “হার্ট ফেইলিওর মানে হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়া নয়। ‘ফেইলিওর’ বলতে বোঝায় হৃদযন্ত্রের যে কাজ করার কথা, তার ৫০ শতাংশ বা তারও কম কাজ করা। কার্ডিয়াক স্টেম সেল ব্যবহার করে হার্টের স্বাভাবিক কর্মক্ষমতা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আমরা আশা করছি।” চিকিৎসকদের বক্তব্য, এখনও পর্যন্ত যতটা জানা গিয়েছে তাতে ঝুঁকির দিক সে ভাবে সামনে আসেনি। তবে নিশ্চিত হওয়ার জন্য পরবর্তী ধাপের গবেষণা এবং ক্লিনিকাল ট্রায়ালের দিকে চোখ রাখা জরুরি।
হৃদরোগ-বিশেষজ্ঞ অশোক করের বক্তব্য, “গোটা প্রক্রিয়া শেষ হয়ে এই চিকিৎসা পদ্ধতি সাধারণ ভাবে চালু হতে আরও কয়েক বছর সময় লাগবে। কিন্তু এক বার চালু হলে তা হৃদরোগীদের আক্ষরিক অর্থেই নতুন জীবন দিতে পারবে।”
হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত : স্টেম সেল বিপ্লব?: http://www.bangladeshnews24x7.com/?p=30250 
www.bangladeshnews24x7.com/বাংলাদেশনিউজ২৪x৭.কম/জাআ/জের/২৪.২.২০১২/এসএকে'

Tuesday, 21 February 2012

কৃত্রিম মাংসের বার্গার?

কৃত্রিম মাংসের বার্গার?

আমরা সবাই জানি যে বার্গার তৈরি হয় গরু, ভেড়া বা মুরগির মতো প্রাণীর মাংস দিয়ে৻ কিন্তু স্টেমসেল থেকে থেকে তৈরি করা কৃত্রিম মাংস দিয়ে হ্যামবার্গার তৈরির কথা বললে হয় তো অনেকেই চমকে যাবেন৻ কিন্তু সে সম্ভাবনা বাস্তবে রূপ নেবার দিন হয়তো খুব দূরে নয়৻ নেদারল্যান্ডের বিজ্ঞানীরা সম্প্রতি স্টেম সেল থেকে মাংস তৈরিতে সফল হয়েছেন – এবং তারা আশা করছেন যে এ বছরের শেষ দিকেই হয়তো তারা বিশ্বের প্রথম ল্যাবরেটরিতে উৎপাদিত হ্যামবার্গার তৈরি করতে পারবেন৻ এই গবেষকদের লক্ষ্য হচ্ছে কিভাবে মাংসের একটা বিকল্প উৎস সৃষ্টি করা যায়৻ বিবিসির পল্লব ঘোষের প্রতিবেদন, পরিবেশন করছেন পুলক গুপ্ত৻'

Monday, 20 February 2012

আমি সুন্দর হবো ♥♪♥ সায়ানের গান

Sayaner Gaan :: Ami Sundor Hobo
সায়ানের গান :: আমি সুন্দর হবো 
http://www.shayanergaan.com
সায়ানের গান ShayanerGaan




  • Shayan er Gaan - Shukh Silo Ekdin - YouTube

    Hasina, Khaleda & Shayan er Bangla Gaan Beyadob ...




    1. www.youtube.com/watch?v=BjiiLsn8ln0

      Aug 6, 2013 - Uploaded by bulbulphotographer
      Hasina Khaleda - Shayan er Bangla Gaan Beyadob Jonota - Jonotar Beyadobi Shayan er Bangla ...

    Shayan er Gaan Aibury আইবুড়ি - YouTube




    1. www.youtube.com/watch?v=ukn05wGJoLA

      Nov 16, 2013 - Uploaded by bulbulphotographer
      আইবুড়ি Shayan er Gaan Aibury Aiburi tar meyetake korte hobe paar Shayan: The best Bangladeshi singer ever born ...

    Shayan er gaan - Listen to amazing singer from Bangladesh ...




    1. https://www.youtube.com/playlist?list=PLdwLRa...

      Translate this page
      Shayan er gaan - Listen to amazing singer from Bangladesh Bangla Gaan latest release - Beyadob Jonota by Shayan Ek Hariye Jaowa Bondhu Shayan ...

      • Image result for shayan er gaan
      • Image result for shayan er gaan
      • Image result for shayan er gaan
      • Image result for shayan er gaan
      • Image result for shayan er gaan
      More images for shayan er gaan

    Shayaner Gaan Album Download - Doridro.net




    1. doridro.net › Adhunik Bangla › Solo Albumz › Shayaner Gaan

      adhunik bangla ,solo albumz ,shayaner gaan,bangla music, bangla album, songs, free songs, free download, listen online.

    Shayan - A singer, lyricist and composer for Jibonmukhi Gaan




    1. banglamusic.com/.../shayan-a-singer-lyricist-and-composer-for-jibonmu...

      Jul 3, 2010 - When the album, titled “Shayan-er Gaan”, was finally released on May 6, 2008, people listened and those who listened closely were in awe.

    shayan er Gaan | Facebook




    1. https://www.facebook.com/pages/shayan-er-Gaan/126607340691393

      31 people like this topic. Want to like this Page? Sign up for Facebook to get started. Sign Up. It's free and anyone can join. Already a member? Log in.

    Shayan » LyricsBangla.com




    1. www.lyricsbangla.com/?sec=listing&artist=187

      Album - Father. Ei bar ei bar by: Shayan. Album - Just Wahidz. Ar koto, koto ar by: Shayan. Kolbalish by: Shayan. Album - Shayan er gaan. Ami E Bangladesh ...

    Free Bangla Song Download: Shayan Er Gaan Artist : Shayan




    1. bangladeshi-song-download.blogspot.com/.../shayan-er-gaan-artist-shaya...

      Saturday, April 23, 2011 Posted by Bangla Music Portal at 4:38 PM | Labels: Shayan Er Gaan Artist : Shayan ...


    Searches related to shayan er gaan