Sunday 7 June 2020

বাবার কথা ... ♥

~ শফিউল ইসলাম


[উৎসর্গ: আমার বাবা শাহজাহান মিঞা ও মা হাসিনা জাহান - যাদের স্বপ্নের সিঁড়ি বেয়ে আজ আমি আমরা এপর্যন্ত!]


বাবা বলতেন, "তুমি যাকে সবচে' বেশি ভালোবাসবে, সেই একদিন পেছনে ছুরি মারবে! তুমি চুপটি করে সরে যেয়ো। তাকে ক্ষমা করে দিয়ো।"

🕊 শ. ই.


বাবা বলতেন, "সৎ সংগে স্বর্গবাস; অসৎ সংগে সর্বনাশ!" সৎ কারা? যারা আজ দূর আকাশের তারা।
🕊 শ. ই.


বাবা বলতেন, "ইচ্ছে থাকলে উপায় হয়।" আমি উপায় খুঁজে পেতে হেঁটেছি অনেক দূর। অবশেষে সাগরের সন্ধান পেয়ে গেলাম!
🕊 শ. ই.


বাবা বলতেন, "মানুষের উপকার করো; যদি না পারো, ক্ষতি কোরো না।"
🕊 শ. ই.


বাবা বলতেন, "আমি যাই বঙ্গে, কপাল যায় সঙ্গে!"
🕊 শ. ই.


বাবা বলতেন, "কেউ দেখে শেখে। কেউ ঠেকে শেখে। বাঙালি শিখেও শেখে না!"
🕊 শ. ই.


বাবা বলতেন, 'টাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল; তার চেয়েও অধিক গোল, মনের গণ্ডগোল!' 

🕊 শ. ই.


বাবা বলতেন, 'কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ; তার চেয়েও অধিক কালো, মনের হিংসার দ্বেষ!' 🕊 শ. ই.


বাবা বলতেন-- ‘সবচে' শ্রেষ্ঠ স্থান লাইব্রেরি, সবচে' নিকৃষ্ট স্থান বাজার!’
🕊 শ. ই.



হাসিনা জাহান ♥♪♥ শাহজাহান মিঞা


দূর আকাশের তারা
হাসিনা জাহান (১৯৩৩০১০১-২০০৫১০১৮)
শাহ্জাহান মিঞা  (১৯২৬০৩০১-২০০৬০৬০৩)
রৌদ্র-ছায়া
কবি গোলাম মোস্তফা সড়ক
কবিরপুর, শৈলকুপা, ঝিনাইদহ

১৯৯৫?

Hasina Jahan (01-01-1933 :: 18-10-2005) :: Shahjahan Miah ( 01-03-1926 :: 03-06-2006)


♠ Last Edited: 20200607 ♠ Last Updated: 20201121

♣ আরো তথ্য  --
♣ নিবিড় নীলিমা, ফেসবুক পেইজ:
https://www.facebook.com/%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF%E0%A7%9C-%E0%A6%A8%E0%A7%80%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE-108313520969567
♣ মুক্ত-বিহঙ্গ ...
https://www.facebook.com/notes/shafiul-islam/%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%97%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA-011-%E0%A6%AE%E0%A7%82%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97/136713116386958
♣ বাবার-কথা ...
https://www.facebook.com/notes/shafiul-islam/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%A5%E0%A6%BE-/3075747462483494

No comments:

Post a Comment