Saturday, 17 August 2013

কবি শামসুর রাহমান স্মরণে শ্রদ্ধাঞ্জলি

রিয়া দাশগুপ্তা ::  Ria Dasgupta

তিনি চলে গেছেন সাতটি বছর হয়ে গেলো। আজ সেই ১৭ আগষ্ট। এই অসাধারণ কবিতার স্রষ্টা কবি শামসুর রাহমান । তিনি বাংলাদেশের প্রধানতম কবিদের একজন । কবি শামসুর রাহমান একটি বিশিষ্ট ধারার ভেতর সাহিত্য চর্চা করেছেন ; এবং সেই ধারা তাঁর মৌলিক অবদানে সমৃদ্ধ হয়েছে । তিনি তার নিজস্ব কাব্যভাষা তৈরি করে নিয়েছিলেন । এই জনপদের শহর , প্রকৃতি , ইতিহাস সর্বোপরি মনে-প্রাণে বাঙলা-বাঙালির কথা বারবার তাঁর কবিতায় ফুঁটে উঠেছে ।তিনি মূলত একজন কবি হলেও সাহিত্যের একাধিক শাখায় তার ছিলো স্বতঃস্ফূর্ত বিচরণ।
নাগরিক কবি হিসেবে খ্যাত কবি শামসুর রাহমানের জন্ম ও বেড়ে-ওঠা পুরনো ঢাকায়। ১৯২৯ সালের ২৪ অক্টোবর ঢাকার মাহুতটুলিতে তার জন্ম। পুরনো ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পোগোজ ইংলিশ হাই স্কুল থেকে তিনি ১৯৪৫ সালে ম্যাট্রিকুলেশন করেন। ১৯৪৭ সালে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে আই এ পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন। পরবর্তীতে পাসকোর্সে বি এ পাশ করে ইংরেজি সাহিত্যে এম এ (প্রিলিমিনারি) পরীক্ষায় উত্তীর্ণ হলেও শেষ পর্বের পরীক্ষায় আর অংশগ...Continue Reading
Unlike ·  · Unfollow Post ·  · Yesterday at 3:31am





রিয়া দাশগুপ্তা ::  Ria Dasgupta
কোলকাতা :: ২০১৩ অগাস্ট ১৭

No comments:

Post a Comment