[ উত্সর্গ : সুকান্ত ]
যদি স্বপ্ন দেখতে চাও
স্বপ্নসঞ্চারী প্রত্যয় ও প্রতিশ্রুতির পরিধি জেনে
পথ চলো ।
যদি আলোকিত মানুষ হতে চাও
অন্ধ বিশ্বাসের বৃত্ত ভেঙ্গে
বেরিয়ে এসো ।
যদি মানব-প্রেমের রাজনীতি শিখতে চাও
প্রীতিলতার দেশপ্রেম
জেনে নিয়ো ।
যদি ভালো শিক্ষক হতে চাও
কি, কেন, কিভাবে, কে, কোথায়, কখন
প্রশ্নগুলো যত্নসহকারে শিখে নিয়ো ।
যদি জীবনের গল্প শুনতে চাও,
শব্দের শব্দ, রং, ঢং, সীমানা ও
সুকান্তকে জেনে নিয়ো ।
♥♪♥
শফিউল ইসলাম
কেমব্রিজ, অন্টারিও, কানাডা
২০১৩ জানুয়ারী ০৪
যদি স্বপ্ন দেখতে চাও
স্বপ্নসঞ্চারী প্রত্যয় ও প্রতিশ্রুতির পরিধি জেনে
পথ চলো ।
যদি আলোকিত মানুষ হতে চাও
অন্ধ বিশ্বাসের বৃত্ত ভেঙ্গে
বেরিয়ে এসো ।
যদি মানব-প্রেমের রাজনীতি শিখতে চাও
প্রীতিলতার দেশপ্রেম
জেনে নিয়ো ।
যদি ভালো শিক্ষক হতে চাও
কি, কেন, কিভাবে, কে, কোথায়, কখন
প্রশ্নগুলো যত্নসহকারে শিখে নিয়ো ।
যদি জীবনের গল্প শুনতে চাও,
শব্দের শব্দ, রং, ঢং, সীমানা ও
সুকান্তকে জেনে নিয়ো ।
♥♪♥
শফিউল ইসলাম
কেমব্রিজ, অন্টারিও, কানাডা
২০১৩ জানুয়ারী ০৪
No comments:
Post a Comment