দেশের গান
কথাঃ শফিকুল ইসলাম বাহার।।
**************************
বাংলা আমার জীবনানন্দ,
বাংলা রবীন্দ্রনাথ,
বাংলা আমার বিদ্যাসাগর
জীবনের ধারাপাত।।
বাংলা আমার বঙ্কিম আর
মাইকেল-নজরুল,
বাংলা আমার দ্বিজেন-অতুল
নেই তাতে কোনো ভুল।
হাসন-লালন এই বাংলায়
ভেবেছেন দিন-রাত।।
বাংলা আমার জসীমউদদীন,
আলীম ও জয়নুল,
সালাম-রফিক, প্রীতিলতা আজ
এই বাংলারই ফুল।
এই বাংলায় এত আছে তাই
বাংলায় পাতি হাত।।
©Shafiqul Islam Bahar
20180221
শফিকুল ইসলাম বাহার
No comments:
Post a Comment