Wednesday, 20 November 2013

সকাতরে ওই কাঁদিছে সকলে ♥♪♥

সকাতরে ওই কাঁদিছে সকলে   ~ রবীন্দ্রনাথ ঠাকুর

পরমব্রত চ্যাটার্জী ♥♪♥ সাহানা বাজপেয়ী



সাহানা বাজপেয়ী ♥♪♥ Sahana Bajpaie

 সকাতরে ওই কাঁদিছে সকলে,   শোনো শোনো পিতা।
          কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে   মঙ্গলবারতা।।
          ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে,  সদাই ভাবনা।
          যা-কিছু পায় হারায়ে যায়,   না মানে সান্ত্বনা।।
          সুখ-আশে দিশে দিশে  বেড়ায় কাতরে–
          মরীচিকা ধরিতে চায়   এ মরুপ্রান্তরে।। 
          ফুরায় বেলা, ফুরায় খেলা,   সন্ধ্যা হয়ে আসে–
          কাঁদে তখন আকুল-মন,  কাঁপে তরাসে।।
          কী হবে গতি, বিশ্বপতি,   শান্তি কোথা আছে–
          তোমারে দাও, আশা পূরাও,   তুমি এসো কাছে।।

রাগ: কর্ণাটি  ভজন
তাল: একতাল

রচনাকাল: ১৮৮৩ ইং :: ১২৯০ বাং

Sahana Bajpaie & Parambrata Chatterjee - Shokatore oi kadiche [Aj Shokaler Amontrone]

    



Published on Nov 20, 2013
No description available.
  • Category

  • License

    Standard YouTube License

No comments:

Post a Comment