ও যে মানে না মানা ~ রবীন্দ্রনাথ ঠাকুর
সাহানা বাজপেয়ী ♥♪♥ পরমব্রত চ্যাটার্জী
রাগ: ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল: ১৯০৯ ইং :: ১৩১৬ বাং
সাহানা বাজপেয়ী ♥♪♥ পরমব্রত চ্যাটার্জী
সাহানা বাজপেয়ী ♥♪♥ Sahana Bajpaie
সৌজন্যে: tagoreweb.in
ও যে মানে না মানা।
আঁখি ফিরাইলে বলে, 'না, না, না।'
যত বলি 'নাই রাতি-- মলিন হয়েছে বাতি'
মুখপানে চেয়ে বলে, 'না, না, না।'
বিধুর বিকল হয়ে খেপা পবনে
ফাগুন করিছে হাহা ফুলের বনে।
আমি যত বলি 'তবে এবার যে যেতে হবে'
দুয়ারে দাঁড়ায়ে বলে, 'না, না, না।'
|
রাগ: ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল: ১৯০৯ ইং :: ১৩১৬ বাং
Uploaded on Oct 25, 2011
No comments:
Post a Comment