Saturday, 18 November 2006

সবুজ অহংকার ♥♪♥

সবুজ অহংকার / কেন এ চলে যাওয়া

(কবি শামসুর রাহমান স্মরণে)

নূরুন্ নাহার

কবি তুমি চলে গেলে?
তুমি তো ছিলে এই অবুঝ বাংলার -
সবুজ অহংকার !

এ যাওয়া যেন তোমার -
পূর্ণ বাগানে শূন্য হাহাকার!

কেন তোমার অ চলে যাওয়া?
শ্রাবণ শেষে -
কেন এ বর্ষা চাওয়া?

তোমার এ চলে যাওয়া যেন,
অসম্ভব আঁধারের মত কথা!
তবু তোমার এ চলে যাওয়া কেন অযথা?

শৈলকূপা
২০০৬ - ১১ - ১৮ 
   







November 6, 2010

Sunday, 22 October 2006

'বিশ্বের সেরা মানুষের প্রেমপত্র'


শফিকুল ইসলাম বাহার <> বীথি

October 3, 2010

Saturday, 2 September 2006

'দূর আকাশের তারা' ♥♪♥





March 17, 2011

Duur Akasher Tara :: Nurun Nahar
Prothom-Alo :: Chhutir Dine :: 2006 Sep 02